২০১৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। সেই প্রথম কোনও দলিত কন্যা ওই পরীক্ষায় প্রথম হন। প্রথম বারের চেষ্টাতেই এই কঠিন পরীক্ষায় সাফল্য পান দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী। সেই আইএএস টপার টিনা দাবি এবার বিতর্কে। সোমবার সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর উলটো দিকে দাঁড়িয়ে তিনি স্যালুট জানান। সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।
ভাইরাল ভিডিওতে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) দেখা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করছেন টিনা। প্রক্রিয়াটি শেষ হতেই ভারতের জাতীয় পতাকাকে স্যালুট না জানিয়ে তিনি সম্পূর্ণ উলটো দিকে ঘুরে স্যালুট জানান। টিনার এই কাণ্ডের ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়।
এক নেটিজেন লিখেছেন, ‘আইএএস টিনা বর্তমানে রাজস্থানের বাড়মেরে কর্মরত। ২০১৫ সালে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছিলেন। কিন্তু কীভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়, তা তিনি জানেন না। সংরক্ষণ ব্যবস্থার সুবিধা নিয়ে কেউ যখন সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন, তখন এটাই হয়।’ আরও এক নেটিজেন লিখছেন, ‘আএএস অফিসার টিনা ভিডিও বানাতেই ব্যস্ত। পতাকা উত্তোলনের পর কাকে স্যালুট জানাতে হয় জানেন না। এরকম মানুষদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই কৃতিত্বের। বাকি তাঁরা কিছুই জানেন না।’
