ধীমান রায়, কাটোয়া: ঠিক সময়ে স্কুলে ঢুকছে পড়ুয়ারা? ছুটির পর বেরচ্ছে কখন? সমস্ত তথ্য এবার পৌঁছে যাবে অভিভাবকদের ফোনে। পড়ুয়াদের উপর নজরদারি বাড়াতে ডিজিটাল হাজিরা চালু করল গুসকরা শহরের বেনিয়াপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। খাতায় কলমে অ্যাটেনডেন্সের বদলে এবার চালু হচ্ছে বায়োমেট্রিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার বেনিয়াপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ২৬৩ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৬ জন। এই স্কুলের পড়ুয়াদের জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে। এবার স্কুলে চালু হল বায়োমেট্রিক পদ্ধতি। পড়ুয়ারা স্কুলে ঢোকার সময় এবং স্কুল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাবে এসএমএস। স্কুল যাওয়ার নাম করে বেড়িয়ে সন্তানরা আদৌ ঠিক সময়ে স্কুলে প্রবেশ করছে কিনা এবং ছুটির পর সঠিক সময়ে বাড়ি ফিরছে কিনা, মূলত তা নিশ্চিত করতেই গুসকরা শহরের বেনিয়াপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার থেকে চালু হল বায়োমেট্রিক ব্যবস্থা। ছিলেন গুসকরা পুর চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর রেখা দলুই।
স্কুলের প্রধানশিক্ষক শ্যামসুন্দর গোস্বামী বলেন, "স্কুলে বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে অভিভাবকরা তাঁদের সন্তানদের খবরাখবর রাখতে পারবেন। অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম এই ব্যবস্থা চালু করার। অবশেষে হল"