রূপায়ণ গঙ্গোপাধ্যায়: হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। এরই মাঝে সোশাল মিডিয়ায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। লিখলেন, "আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারতবিরোধী কাজেই লাগায় বাংলাদেশ।" তাই অবিলম্বে পণ্য বয়কটের ডাক দিলেন তিনি।
হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হতেই মৌলবাদীদের তাণ্ডব চরমে উঠেছে। আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। পদ্মাপার থেকে উঠছে ভারতবিরোধী স্লোগান। কলকাতা দখলের হুমকিও দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, "আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারতবিরোধী কাজেই লাগায় বাংলাদেশ। তাই বাংলাদেশের পণ্য কেনা বন্ধ করুন।" সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল এই পোস্ট।
উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। বাড়ি-দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারারও অভিযোগ উঠেছে। ভাঙচুর হয়েছে ইসকনের মন্দিরেও। যা নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। কিন্তু তাতেও হিন্দু নির্যাতন রুখতে তেমন কোনও পদক্ষেপ করেনি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। উলটে ইউনুসের উপদেষ্টারা একের পর এক ভারতবিরোধী মন্তব্য করে যাচ্ছেন।