ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: আমডাঙায় ডাইনোসর। জীবন্ত নয়, কঙ্কাল। আরও স্পষ্টভাবে বলতে গেলে জীবাশ্ম। রবিবার এই অবাক করা ঘটনাকে ঘিরে আমডাঙার উত্তর বোদাই গ্রাম উত্তাল হয়ে ওঠে। জীবাশ্মটি আদৌ ডাইনোসরের কি না তার কোনও নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, কঙ্কালটি ডাইনোসরের জীবাশ্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে উৎসাহী এলাকাবাসীর আগ্রহ তাতে বিন্দুমাত্র কমেনি। কঙ্কাল মেলার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এলাকায়। সকাল থেকে মেলার মতো ভিড় উপচে পড়ছে বছর পাঁচেক ধরে পরিত্যক্ত অবস্থায় বাড়িটিতে।
ডাইনোসরের কঙ্কাল উদ্ধার হওয়ার খবর পেয়ে রবিবার সকাল থেকে আমডাঙা থানার উত্তর বোদাই গ্রামের ওই বাড়িটিতে পুজো মণ্ডপের মতো কাতারে কাতারে লোক আসতে শুরু করে। প্রত্যেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশও। জীবাশ্মটির ছবি তুলে নিয়ে যায় পুলিশ। আমডাঙা থানা সূত্রে খবর, কঙ্কালটি কীসের তা জানার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে ওই ছবিগুলি পাঠানো হবে। কিন্তু কীভাবে পাওয়া গেল কঙ্কালটি?
স্থানীয়দের থেকে জানা যায়, ওই বাড়িতে এক বৃদ্ধা একা থাকতেন। বছর চারেক আগে তিনি সেখান থেকে চলে যান। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি এলাকার কয়েকজন কিশোর ওই বাড়ির পাশে খেলা করছিল। ওই বাড়ির ভিতরে তাদের বল ঢুকে গিয়েছিল। বল আনতে গিয়ে কঙ্কালটি দেখতে পায় তারা। সেটির ছবি তুলে পাড়ার বড়দের দেখায় ওই কিশোররা। এরপরই শোরগোল পড়ে যায় গ্রামে।
এদিন সকালে ডাইনোসরের কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ছুটে এসে অনেকেই নিরাশ হয়েছেন। বেশিরভাগ লোকের মত এটি ডাইনোসরের কঙ্কাল নয়। কেই বলছেন কুকুরের কঙ্কাল। কারও দাবি, ভাম বেড়াল। গ্রামে একাংশ বাসিন্দাদের দাবি, ওই এলাকায় এখনও গোসাপ ঘোরা ফেরা করে। তাঁদের ধারণা, কঙ্কালটি গোসাপের হতে পারে।
[আরও পড়ুন: ‘ফোন ট্যাপ করে বিজেপির কোনও লাভ নেই’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বাবুলের]
The post পরিত্যক্ত বাড়িতে মিলল ডাইনোসরের কঙ্কাল! চাঞ্চল্য আমডাঙায় appeared first on Sangbad Pratidin.
