shono
Advertisement

‘ধর্ষণে অভিযুক্ত ভাইপো’, বিজেপি বিধায়ক ‘কাকা’কে নিয়ে সুকান্তর সাংবাদিক বৈঠক, খোঁচা দীপ্তাংশুর

দীপ্তাংশুর সুরে সুকান্ত মজুমদারকে বিঁধেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
Posted: 04:12 PM Apr 20, 2022Updated: 04:35 PM Apr 20, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ঘরোয়া কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি (BJP)। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিঁধলেন বিজেপি নেতা তথা দুর্গাপুর পূর্বের প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী (Diptangshu Chaudhury)। টুইটে তিনি সুকান্ত মজুমদারের একটি ছবি শেয়ার করে, তাঁর পাশে বসা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোডু়ইকে ইঙ্গিত করে সরাসরি প্রশ্ন তুলেছেন, এই বিধায়কের ভাইপো ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। অথচ এখনও অধরা। কাকা ও ভাইপোকে আড়াল করছে বিধায়ক, এই অভিযোগ তুলে রাজ্য সভাপতির প্রতি তাঁর বার্তা, ”নিজের দলের বিধায়ক কাকা, যিনি ধর্ষণে অভিযুক্ত ভাইপোকে আড়াল করছেন, আগে তাদের সামলান। তারপর প্রেস করবেন।” তাঁর টুইট ধরেই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের শ্লেষ, ”সুকান্তবাবু, উত্তর দেবেন তো?”

Advertisement

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি পরিবহণ দপ্তরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু পরবর্তীতে দলবদল করে গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছিলেন। যদিও তিনি তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের কাছে পরাজিত হন। এরপর দলে তাঁর আর তেমন সক্রিয়তা দেখা যায়নি। এবার দুই উপনির্বাচনে (WB By-Election) হার মেনেছে বিজেপি। আর তারপর থেকে দলের মধ্যের অন্তর্দ্বন্দ্ব ক্রমশই বাইরে চলে এসেছে।

[আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম মন্দির তৈরি হবে মায়াপুরে! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা শিল্পপতি জিন্দলের]

এবার সেই তালিকায় যুক্ত হলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। টুইটারে তিনি তীব্র ক্ষোভ উগরে দিলেন। সুকান্ত মজুমদারকে সরাসরি বিঁধে তাঁর প্রতিক্রিয়া, ”যাকে পাশে বসিয়ে আজ বিভিন্ন ধর্ষণের ঘটনা নিয়ে আপনি প্রেস করছেন, এই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো ধর্ষণে অভিযুক্ত। অভিযুক্ত আজও অধরা। প্রথমে নিজের দলের বিধায়ক কাকা, যিনি ধর্ষণ অভিযুক্ত ভাইপোকে আড়াল করছে, তাদের আগে সামলান, তারপর প্রেস করবেন।”

[আরও পড়ুন: রাজ্যে বিপুল বিনিয়োগ করছে দুই শিল্পগোষ্ঠী, তৈরি হবে প্রচুর কর্মসংস্থানও]

দীপ্তাংশুর বক্তব্য নিয়ে টুইটে আবার পালটা দিয়েছেন তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রতিক্রিয়া, ”ওওও সুকান্তবাবু, উত্তর দেবেন তো? প্রশ্নকর্তাও তো আপনার সহকর্মী ছিলেন বা আছেন…।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার