shono
Advertisement

Breaking News

চোখের সামনে ছাগলের ঘাড় মটকে দিল কুকুর! ফের আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে

ঘটনার খোঁজ নেওয়ার আশ্বাস বিডিও-র৷ The post চোখের সামনে ছাগলের ঘাড় মটকে দিল কুকুর! ফের আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:12 AM Jun 03, 2018Updated: 10:30 AM Jun 03, 2018

ধীমান রায়, কাটোয়া: কাটোয়ার বাঁদরা গ্রামের পর এবার ভাতার৷ শিকারি কুকুরের উপদ্রবে ফের আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিনে ভাতার বাজার এলাকায় ছ’টি ছাগলকে মেরে ফেলেছে শিকারি কুকুরের দল৷

Advertisement

[কাটোয়ায় আতঙ্ক, অজানা ঘাতকের হাতে প্রাণ গেল ৬৮টি ভেড়ার]

গাঁ-গঞ্জে মাঠেঘাটে চরে বেড়ায় গরু ও ছাগল৷ রাস্তায় কুকরেরও অভাব নেই৷ কুকুরদের সঙ্গে গরু কিংবা ছাগলের এতদিন কোনও বিরোধ ছিল না৷ কিন্তু, এখন গরু ও ছাগলদের উপর হামলা করতে শুরু করেছে কুকুর৷ বেঘোরে প্রাণ যাচ্ছে অবলা প্রাণীগুলির৷ রাস্তার কুকুরের এমনই শিকারি প্রবৃত্তিতে আতঙ্কিত গ্রামবাসীরা৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার সকালে ভাতারে কৃষিখামার লাগোয়া মাঠে চড়ছিল কয়েকটি গরু ও ছাগল৷ আমচকাই একটি ছাগলের ঘাড় মটকে দিয়ে কুকুর৷ কুকুরটিকে তাড়া করেন স্থানীয় বাসিন্দারা৷ পালিয়ে যায় শিকারি কুকুরের দল৷ চোখের সামনে এমনই ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক৷ ভাতারের বাসিন্দাদের আশঙ্কা, শিকারি কুকুরের হামলায় আরও গৃহপালিত পশুর প্রাণ যাবে৷

[শিকারি কুকুরের হানায় ৯০টি ভেড়ার মৃত্যু, আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের]

দিন কয়েক আগে পূর্ব বর্ধমানেরই কাটোয়ার বাঁদরায় ভেড়াদের মেরে ফেলছিল শিকারি কুকুর৷ গ্রামবাসীদের দাবি, প্রায় দুই সপ্তাহ ধরে রাতের অন্ধকারে গোয়ালঘরে ঢুকে ৬৮টি ভে়ড়াকে মেরে ফেলেছে কুকুর৷ এমনকী, ভাগাড়ে গিয়ে মৃত পশুদের মাংস খেয়েছে সারমেয়রা৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে কুকুর বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকও করেন কাটোয়ার মহকুমাশাসক৷ ভাতার রাজ্য প্রাণি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দেবাশিষ মাহান্ত বলেন,  ‘চরিত্রগতভাবে কুকুরেরা হিংস্র ও শিকারি৷ গৃহস্থ বাড়ির ভাতের থেকে কাঁচা মাংসই বেশি পছন্দ সারমেয়দের৷ দীর্ঘদিন ধরে কাঁচা মাংস খেতে খেতে ফের শিকার প্রবৃতি জেগে ওঠেছে রাস্তার কুকুরদের৷’ পশু চিকিৎসকের পরামর্শ, পাঁচ-ছয় মাস ধরে নিরামিষ খাইয়ে সারমেয়দের চরিত্র বদলানো সম্ভব৷ শিকারি কুকুরে উপদ্রবের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভাতারের বিডিও শুভ্র চট্টোপাধ্যায়৷

[খেলতে বেরিয়ে নিখোঁজ দু’বছরের শিশু, জগদ্দলে চাঞ্চল্য]

The post চোখের সামনে ছাগলের ঘাড় মটকে দিল কুকুর! ফের আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement