দেব গোস্বামী, বোলপুর: ফের বোলপুরে ইডির হানা। সোমবার বোলপুরের নিচুপট্টির তৃণমূল কার্যালয়ে যান আধিকারিকরা। কথা বলেন ট্রাস্টের সদস্যদের সঙ্গে। এই কার্যালয়েই বসতেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এদিন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ইডি অফিসাররা।
দীর্ঘদিন ধরে ইডির নজরে বোলপুরের নিচুপট্টি তৃণমূলের কার্যালয়। সোমবার দুপুরে ইডি আধিকারিকরা যান বোলপুরে। প্রথমে তিন প্রতিনিধি বোলপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পৌঁছন। সেখানে গিয়ে কথা বলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে। বোলপুরের নিচুপট্টি এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। এর পর তাঁরা পৌঁছে যান তৃণমূল কার্যালয়ের সামনে।
[আরও পড়ুন: বোলপুরের তৃণমূল কার্যালয়ে হানা ইডি’র, ট্রাস্ট সদস্যদের জিজ্ঞাসাবাদ]
জানা গিয়েছে, এদিন ওই কার্যালয় মাপজোখ করা হয় ইডির তরফে। কার্যালয়ের আশেপাশের দোকান মালিকদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। এখানেই শেষ নয়। একটি ট্রাস্ট গঠন করে ওই কার্যালয়টি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। ওই ট্রাস্টের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। প্রসঙ্গত, শুধু কার্যালয় নয়, ইডির নজরে অনুব্রতর মা কালীর সোনার গয়নাও।