shono
Advertisement

নারদ কাণ্ডে জোড়া অস্বস্তিতে তৃণমূল, এবার মামলা শুরু ইডির

দ্রুতই অভিযুক্তদের জেরা করা হতে পারে৷ The post নারদ কাণ্ডে জোড়া অস্বস্তিতে তৃণমূল, এবার মামলা শুরু ইডির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Apr 28, 2017Updated: 12:02 PM Apr 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই-এর পর এবার নারদ কাণ্ডে মামলা করল ইডি৷ আর্থিক তছরুপের অভিযোগে মামলা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ১২ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে৷ খবর পিটিআই সূত্রে। এই মামলায় ১৩ জন অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।

Advertisement

প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে ইডি মামলা করেছে বলে সূত্রের খবর৷ টাকা নেওয়ার কারণ জানতে চাইবে ইডিও৷ টাকা কোথায় গেল ও কোথা থেকে টাকা এল, সে বিষয়ই খতিয়ে দেখতে চান ইডি-র যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গোয়েন্দারা৷ সিবিআই যাঁদের বিরুদ্ধে নারদ কাণ্ডে অভিযোগ দায়ের করেছে, তাঁদের মধ্যে রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়, লোকসভার সাংসদ সুলতান আহমেদ, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দারের নাম।

টাকা কোথা থেকে এসেছিল, কোথায় গেল, কারা লাভবান হল, এই সমস্ত দিক খতিয়ে দেখবে ইডি। পাশাপাশি, এই মামলায় হিসাব বহির্ভূত সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হতে পারে৷ সূত্রের খবর, দ্রুতই অভিযুক্তদের জেরা করা হবে৷ এই জেরায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা৷ এদিকে, রোজ ভ্যালি কাণ্ডে প্রাক্তন ইডি কর্তা মনোজকে জেরা করতে পারে পুলিশ৷ সুপ্রিম কোর্ট আগেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে৷

The post নারদ কাণ্ডে জোড়া অস্বস্তিতে তৃণমূল, এবার মামলা শুরু ইডির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement