সুমন করাতি, হুগলি: সাতসকালে রিষড়ায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED Raid)। বুধবার সকালে রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে শ্যামপানা কুঞ্জ নামে একটি বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা যাচ্ছে, হুন্ডি বা হাওয়ালার মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে। সেই সূত্র ধরেই এদিন এই অভিযান বলে খবর। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে। অন্যদিকে সাতসকালে এই ঘটনায় রীতিমতো হতভম্ব পড়েন স্থানীয় মানুষজনও।
জানা গিয়েছে, শ্যামপানা কুঞ্জ নামে ওই বাড়িটির মালিক কৈলাশ কুমার ভার্মা। তিনি হুন্ডির কারবারি বলে খবর। জানা যাচ্ছে, এদিন ভোরের আলো ফুটতেই ১৭ নং লক্ষ্মী পল্লী থার্ড লেনের ওই বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ নিয়ে পাঁচজন ইডি আধিকারিক বাড়িতে ঢোকেন। প্রায় কয়েকঘণ্টা কেটে গিয়েছে এখনও ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। বাইরে নিরাপত্তায় রয়েছেন বাহিনীর জওয়ানরা।
কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় মানুষজনের দাবি, ''পাড়াতে কারোর সঙ্গেই বিশেষ মেলামেশা নেই। মাঝে মধ্যে পাড়ার চায়ের দোকান দেখা হয়। কিন্তু বিশেষ কথা বলে না।'' তাঁদের কথায়, পরিবার নিয়ে অনেকদিন ধরে রিষড়ার লক্ষ্মী পল্লী এলাকায় বসবাস করছেন। হুন্ডির কারবার আছে শুনেছি। তা বলে সাতসকালে ইডির তল্লাশি (ED Raid) অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
শ্যামপানা কুঞ্জ নামে এই বাড়িতে সকাল থেকে চলছে ইডির তল্লাশি।
