shono
Advertisement
Chakdaha

পথের পাশে পড়ে রয়েছে মহিলার নলিকাটা দেহ! তীব্র চাঞ্চল্য চাকদহে

স্থানীয়দের দাবি, মহিলার বয়স আনুমানিক বছর ৩০ এর মধ্যে হবে।
Published By: Kousik SinhaPosted: 11:48 AM Dec 17, 2025Updated: 02:39 PM Dec 17, 2025

সুবীর দাস, কল্যাণী: এক মহিলার নলিকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য চাকদহে (Chakdaha)। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, মহিলার বয়স আনুমানিক বছর ৩০ এর মধ্যে হবে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। নৃশংসভাবে কেন এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, ওই মহিলা অন্য কোনও এলাকার। শুধু তাই নয়, অন্য কোথাও খুন করে দেহটি ফেলে রেখে যাওয়া হয়েছে বলেও মনে করছে পুলিশ। দেহটি উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

এদিন সকালে চাকদহ (Chakdaha) থানার অন্তর্গত সূটর হাটখোলা রাস্তার ধারে ওই দেহটি পড়ে থাকতে দেখেন হাটে আসা মানুষজন। তাঁদের দাবি, ওই মহিলার  নলিকাটা অবস্থায় ছিল। রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় চাকদহ থানার পুলিশকে। দেহটি উদ্ধার করে প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়। কীভাবে এই ঘটনা তা রিপোর্ট আসলেই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে মহিলার পরিচয় জানতে ইতিমধ্যে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু স্থানীয় তাঁকে কেউ চিনতে পারেননি বলেই খবর। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে আশেপাশের থানাগুলির সঙ্গেও পুলিশ যোগাযোগ করছে বলে খবর। পাশাপাশি কেন এই খুন, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য চাকদহে।
  • ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
  • ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
Advertisement