shono
Advertisement
Gaighata

নিজের তত্ত্বাবধানে তৈরি ব্রিজে দাঁড়িয়ে প্রণাম করে খালে ঝাঁপ বৃদ্ধের! হাড়হিম ঘটনা গাইঘাটায়

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 05:23 PM Nov 30, 2025Updated: 05:23 PM Nov 30, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তাঁর নজরদারি, তত্ত্বাবধানে তৈরি হয়েছিল ব্রিজ। সেই ব্রিজের মাঝে দাঁড়িয়ে নমস্কার করেন তিনি। তারপরই ওই ব্রিজ থেকে খালে ঝাঁপ দেন বৃদ্ধ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইঘাটা এলাকায়। মৃতের নাম অশোক দত্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সংসারে আর্থিক দুরাবস্থার কারণেই কি নিজেকে তিনি শেষ করে দিলেন? সেই প্রশ্ন উঠেছে। একসময় ঠিকাদার সংস্থার ম্যানেজার ছিলেন তিনি। তাঁর নজরদারিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ইছাপুরে ওই ব্রিজও তৈরি হয়েছিল। ওই ব্রিজ থেকেই ঝাঁপ দিয়ে 'আত্মঘাতী' হলেন ওই বৃদ্ধ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬৭ বছর বয়সী ওই বৃদ্ধার বাড়ি হুগলি জেলার উত্তরপাড়ায়। তবে দীর্ঘদিন ধরে তিনি সস্ত্রীক উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ইছাপুর নেতাজি বাজার এলাকায় থাকছিলেন। বাড়িতে তাঁর অসুস্থ স্ত্রী রয়েছেন। বহু বছর ধরে তিনি রোগে ভুগছেন। চিকিৎসার কারণে এখন আর আর্থিক স্বচ্ছলতা নেই বলে খবর। অনটনের জন্য সংসার চালাতে, স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতেও সমস্যা হচ্ছিল বলে খবর। সেজন্যই কি তিনি 'আত্মঘাতী' হলেন? মৃত্যুর আগে তাঁর আচরণও অনেককে হতবাক করেছে।

এদিন সকালে একটি সাইকেল নিয়ে ওই ব্রিজের উপর গিয়েছিলেন অশোক দত্ত। সাইকেল রেখে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে নমস্কার করেন। এরপর গায়ের চাদর খুলে নিচের যমুনা খালে ঝাঁপ দেন তিনি! সেসময় খালে বেশ কয়েকজন স্থান করছিলেন। ঘটনার আকস্মিকতায় তাঁরা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান। পুলিশে খবর দিয়ে ওই বৃদ্ধকে উদ্ধারের কাজে নেমে পড়েন স্থানীয়রা। কিছু সময় পরে জল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন ওই বৃদ্ধ। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর নজরদারি, দায়িত্বেই তৈরি হয়েছিল ব্রিজ। সেই ব্রিজের মাঝে দাঁড়িয়ে নমস্কারও করেন তিনি।
  • তারপরই ওই ব্রিজ থেকে খালে ঝাঁপ দেন বৃদ্ধ!
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইঘাটা এলাকায়। মৃতের নাম অশোক দত্ত।
Advertisement