সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তিনিকেতন থেকে বেড়িয়ে এসেই গুরুতর অসুস্থ পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আর তাই অসুস্থ হয়ে তাঁর জন্মদিনটা কাটল হাসপাতালের বিছানাতেই। ঠিক কী হয়েছে পরিচালকের? জানা যাচ্ছে, ফুড পয়জনিংয়ের জেরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক। এখন কেমন আছেন তিনি তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল পরিচালক অভিজিৎ গুহর সঙ্গে। একসঙ্গে বহুবছর ধরে পরিচালনা করেন তাঁরা যৌথভাবে।
এদিন সুদেষ্ণা রায়ের স্বাস্থ্য নিয়ে অভিজিৎ গুহ জানান, পরশু রাতেই বেশ অসুস্থ বোধ করেন পরিচালক সুদেষ্ণা রায়। শনিবার সকাল হতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হয়েছে পরিচালককে। এই মুহূর্তে তাঁর স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই নাকি তাঁকে খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হবে।
জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই নাকি শান্তিনিকেতন গিয়েছিলেন সুদেষ্ণা রায়। সেখান থেকে ফিরে আসার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হঠাৎ করেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। রক্তে শর্করার মাত্রা বেশি থাকার কারণে বাড়ে ক্রিয়েটিনিনের মাত্রাও। সেই কারণেই তাঁকে আইসিইউতে রাখা হয়।
