সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: টাকার বিনিময়ে রাজ্য পুলিশে চাকরির প্রতিশ্রুতি দিয়েই থামেনি প্রতারকরা। ভুয়ো পরীক্ষার আয়োজনও করেছিল। কিন্তু শেষরক্ষা হল না। খবর পেয়ে বুদবুদ থানার সহযোগিতায় বর্ধমান থেকে ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার তাঁদের নিয়ে যাওয়া হয় বর্ধমানে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া হয় কয়েকশো বেকার যুবকের কাছ থেকে। অভিযোগ, শনিবার ভুয়ো প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়া হচ্ছিল বুদবুদের দেবশালার কলমডাঙ্গা গ্রামের জঙ্গলে। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। চাকরিপ্রার্থীরা পুলিশকে দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা জঙ্গলে নকল পরীক্ষা নিচ্ছিল বলেই দাবি পুলশের। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ছোট চারচাকা গাড়ি ও পঞ্চায়েতের একটি জলের ট্যাঙ্ক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
দেবশালা পঞ্চায়েতের উপ-প্রধান সোমনাথ চৌধুরী বলেন, "ওই এলাকায় শ্রাদ্ধের কাজের জন্যে একজন ট্যাঙ্কার ভাড়া নিয়েছিলেন শুক্রবার। শনিবার ফেরত দেওয়ার কথা থাকলেও দেননি। এর বাইরে আমরা কিছু জানি না।" ওই ট্যাঙ্কারের আড়ালে পরীক্ষা চলছিল বলে খবর। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
