সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদতে ভোজপুরি ছবির দৃশ্য। চালানো হয়েছিল বসিরহাটের দাঙ্গার বাস্তবতা বলে। ছবি ভাইরাল হতেই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। এবার তা নিয়ে সরাসরি মোদি সরকারকেই তোপ দাগলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
[ হিন্দি পাঠ্যপুস্তক থেকে গালিবকে ছেঁটে ফেলতে উদ্যোগী আরএসএস ]
কীর্তি ছিল হরিয়ানার এক বিজেপি নেত্রীর। বসিরহাটে হিন্দু রমণীর শ্লীলতাহানি হচ্ছে বলে এক ভোজপুরি ছবির দৃশ্যই ফেসবুকে পোস্ট করেন তিনি। ‘অওরত খিলোনা নেহি’ নামে ছবিটির নায়ক ছিলেন মনোজ তিওয়ারি। যিনি গত পুরসভা নির্বাচনে দিল্লিতে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে থেকে সাফল্য পেয়েছেন। এই পোস্ট ভাইরাল হওয়া মাত্র অবশ্য কারচুপি ধরা পড়তে বেশি দেরি হয়নি। পরে ওই ঘটনায় একজন গ্রেপ্তারও হয়। এবার তা নিয়ে সরাসরি মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিগ্বিজয়। ওই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, ভুয়ো খবর, ভুয়ো পরিসংখ্যান আর ভুয়ো দাবিই মোদি সরকারের শক্তি।
বসিরহাট দাঙ্গাকে দেশের সামনে তুলে ধরতে গুজরাট দাঙ্গার ছবিও ছড়ানো হয়েছিল। ভুয়ো খবর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তকে অশান্ত করে তোলার অভিযোগ উঠছে গোটা দেশ জুড়েই। এবার তা নিয়েই খোদ মোদিকে নিশানাকে করে তোপ দাগল কংগ্রেস।
