shono
Advertisement
Farakka

চলন্ত ট্রেনের দরজার দাঁড়িয়ে ফোনে কথা, মালদায় পড়ে মৃত্যু তৃণমূল ছাত্র নেতার

কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফরাক্কায় বাড়ি ফিরছিলেন কুলদীপ।
Published By: Anustup Roy BarmanPosted: 12:20 PM Dec 30, 2025Updated: 02:33 PM Dec 30, 2025

শাহজাদ হোসেন, ফারাক্কা: বছর শেষের আনন্দের মধ্যেই বিষাদের সুর ফারাক্কায় (Farakka)। চলন্ত ট্রেন থেকে পরে গিয়ে মৃত্যু হল ফরাক্কা ব্লকের বেওয়া ২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি কুলদীপ মন্ডলের। তাঁর বয়স প্রায় ২৩ বছর বলে জানা গিয়েছে। কুলদীপের বাড়ি ফরাক্কা ব্লকের রামনগরে।

Advertisement

বড়দিনের থেকে শুরু করে নববর্ষ পর্যন্ত মালদা টাউনে চলছে কার্নিভাল। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে এই কার্নিভাল। সেখানেই গিয়েছিলেন কুলদীপ। সূত্রের খবর সোমবার মধ্যরাতে মালদহ থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফরাক্কায় বাড়ি ফিরছিলেন কুলদীপ।

জানা গিয়েছে রাতের ট্রেনে দরজার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। সেই সময় খালতিপুর স্টেশনে ট্রেন ঢোকার মুখে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের গেট থেকে পরে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুলদীপ মন্ডলের।

কুলদীপের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে করে পরিবারের লোকজন। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কুলদীপের মৃতদেহ উদ্ধার করে মালদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলন্ত ট্রেন থেকে পরে গিয়ে মৃত্যু।
  • তাঁর বয়স প্রায় ২৩ বছর।
  • কুলদীপের বাড়ি ফরাক্কা ব্লকের রামনগরে।
Advertisement