মদ্যপান করতেন বাবা। প্রতিবাদ করেন ছেলে। কথা শোনেননি বৃদ্ধ। তার জেরে অশান্তি লেগেই ছিল পরিবারে। আবারও মদ্যপান করে বাড়িতে আসলে, বচসা বাঁধে ছেলের সঙ্গে। তারপরই বাড়িতে বেরিয়ে আত্মঘাতী হন ছেলে। সন্তানের ঝুলন্ত দেহ দেখে ঘরে গিয়ে আত্মঘাতী হন বাবাও। একই দিনে স্বামী ও ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাড়ির কর্ত্রী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) শামুকতলা আদিবাসী এলাকায়। আদিবাসী পরিবারে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
মৃতদের নাম গঙ্গা খড়িয়া ও এঁতোয়া খড়িয়া। তাঁরা শামুকতলা থানার গারোখুটা এলাকার বাসিন্দা। গঙ্গার বাবা এঁতোয়া মদ্যপ অবস্থায় বাড়িতে এসে ঝামেলা করতেন। অনেকবার বাবাকে মদ্যপানে বাধাও দিয়েছেন গঙ্গা। কিন্তু কোনও কাজ হয়নি। মঙ্গলবার রাতে ফের মদ্যপ অবস্থায় বাড়ি এসে ঝামেলা করেন এঁতোয়া। তাতেই বচসা সূত্রপাত। বাড়ি থেকে বেরিয়ে যান গঙ্গা। দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান গঙ্গার বাবা এঁতোয়াও। ছেলেকে ঝুলতে দেখে ঘরে ফিরে আসেন। সবাই যখন গঙ্গাকে নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে অনুশোচনায় তিনিও সিলিং থেকে ঝুলে পড়েন। কিছুক্ষণের ব্যবধানে পরিবারের দুই সদস্যের আত্মহত্যায় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। অবাক স্থানীয়রাও। ঘটনার খবর যায় পুলিশের কাছে। দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
