শেখর চন্দ্র, আসানসোল: আকাশে ঘাতক চিনা মাঞ্জা! শূন্যে উড়তে উড়তে চিনা মাঞ্জায় গলায় আঘাত পেয়ে প্রায় ৪ ঘন্টা ধরে শূন্যেই ঝুলে রইল আহত বাজ (Hawk)। ৪০ ফুট উঁচু বটগাছে ঝুলে রইল পাখিটি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) আদালত চত্বরে। এদিন দুপুর নাগাদ বেশ কয়েকজন আইনজীবী লক্ষ্য করেন, আদালত চত্বরে বিশাল বটগাছের একটি ডালে ঝুলে রয়েছে একটি পাখি। তাঁরা খবর দেন আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপদ বুঝে দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের ডেকে পাঠায়।
পুলিশের তলব পেয়ে দমকল বাহিনী আদালত চত্বরে পৌঁছে বাজটিকে উদ্ধারের কাজে হাত লাগায়। গাছ পর্যন্ত সিঁড়ি লাগিয়ে ওই উচ্চতায় আটকে থাকা পাখির নাগাল পেতে বিফল হয়। বিদ্যুৎ বিভাগের ঠিকা শ্রমিক কালীদাস সোরেন জীবনের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে পাতলা একটি ডালের মধ্যে আটকে থাকা পাখিটিকে উদ্ধার করতে যান। দেখেন, ওই পাখিটি বাজ এবং গাছের মধ্যে লেগে থাকা ঘুড়ি ওড়ানোর চিনা মাঞ্জা সুতোয় সে আহত হয়ে আটকে আছে।
[আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর]
কোনওক্রমে আহত বাজটিকে গাছ থেকে নামিয়ে নিয়ে আসা হয়। সবাই মিলে আহত বাজটির শুশ্রূষা করেন। দমকল কর্মী, পথচলতি মানুষজনের পাশাপাশি আইনজীবীরাও হাত লাগান। আসানসোল আদালতের আইনজীবী সৌভিক পাল বলেন, ”বিদ্যুৎ দপ্তরের ওই যুবকটি জীবনের ঝুঁকি নিয়ে পাখিটিকে উদ্ধার করেছে। চিকিৎসককে খবর দেওয়া হয়েছে। ওই চিকিৎসক যা পরামর্শ দেবেন, সেই অনুসারেই বাজটিকে সুস্থ করে তোলার ব্যবস্থা করবেন।” প্রসঙ্গত, চিনা মাঞ্জার ধারাল সুতোয় কলকাতার মা উড়ালপুলে বহু বিপদ ঘটেছে, প্রাণ গিয়েছে অনেকের। এমনকী পাখিরাও জখম হয়েছে। এবার আসানসোলেও সেই একই বিপদ।