সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পদযাত্রা শুরুর আগে বারুইপুরে তীব্র উত্তেজনা। অভিযোগ, বিরোধী দলনেতাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। তাঁকে 'গো ব্যাক' এবং 'চোর' বলে কটাক্ষ করা হয়। তৃণমূল কর্মী-সমর্থকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের শাসকদলের নেতা-কর্মীরা।

বুধবার বারুইপুর পুরাতন বাজার দিয়ে শুভেন্দুর কনভয় যাওয়ার সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়। 'গো ব্যাক' এবং 'চোর' স্লোগান দেওয়া হয়। তৃণমূল কর্মী-সমর্থকরা এই কাজ করে বলেই অভিযোগ। পালটা আবার বিজেপির তরফে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়া হয়। আবার তৃণমূলের তরফে 'জয় বাংলা' বলা হয়। সবমিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে। এরপর রাসমাঠ ময়দানের কাছে গিয়ে দলীয় বিধায়কদের নিয়ে জমায়েত হন শুভেন্দু।
তাঁর হুঙ্কার, "গাড়িতে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয়েছে। গাড়ি থেকে নামলে লাঠি দিয়ে হামলা হত। জলে লঙ্কাগুঁড়ো মিশিয়ে বিজেপি কর্মীদের উপর হামলার চেষ্টা করা হয়েছে। আমার গাড়িতে পাথর ছোড়া হয়েছে।" আগামী ২৭ মার্চ বারুইপুরে এসপি অফিস অভিযানের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, "পুলিশ সুপার যা করলেন, তার হিসাবে হবে। সুদে আসলে হিসাব নেব। আমরা কাউকে ভয় পায় না। বাংলার জন্য মরতে রাজি আছি।" যদিও শুভেন্দুর এই হুঙ্কারে আমলই দিতে নারাজ তৃণমূল। তাদের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগও অস্বীকার করেছে রাজ্যের শাসক শিবির।