বাবুল হক, মালদহ: গল্পের বইতে ভূতের কথা শোনা যায়। বাস্তবে তার অস্তিত্ব আছে কিনা, তা নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই। অনেকে দাবি করেন অশরীরীর অস্তিত্ব রয়েছে। আবার কেউ কেউ তা উড়িয়ে দেন। তবে এই তর্ক বিতর্কের মাঝে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital) নয়া বিভ্রাট। নার্সিং স্টাফদের দাবি, রাত বাড়লেই ওই হাসপাতালের ট্রমা সেন্টারে অশরীরীর দাপাদাপি বাড়ছে। ইতিমধ্যেই অধ্যক্ষকে সেকথা জানিয়েছেন তাঁরা।
নার্সিং স্টাফদের (Nursing Staff) দাবি, রাত বাড়লেই হাসপাতালের ট্রমা সেন্টারে অশরীরীর দাপাদাপি বাড়ছে। কখনও নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে দরজা। কখনও আবার নানা রকমের বিকট আওয়াজ ভেসে আসছে। আবার কখনও কেউ অ্যাসিড ছুঁড়ছে। তার ফলে ভয় লাগছে তাঁদের। রাতের শিফটে কাজ করাই যেন দায় হয়ে গিয়েছে বলেই দাবি নার্সিং স্টাফদের। অশরীরীর দাপটে বাধ্য হয়ে কাজ বন্ধ রাখারও ভাবনাচিন্তা করছেন তাঁরা। সাফাইকর্মীদের বক্তব্যও প্রায় একইরকম। তাঁরাও নাকি হাসপাতালের ট্রমা সেন্টারে অশরীরীর অস্তিত্ব টের পাচ্ছেন। ইতিমধ্যে এ বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে জানিয়েছেন নার্সিং স্টাফেরা। বৃহস্পতিবারই বেশ কিছুক্ষণ অশরীরীর বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথাও হয় তাঁদের।