shono
Advertisement
Viral video

ক্লাসরুম না ছাঁদনাতলা! মাদ্রাসায় 'মালাবদল' দুই পড়ুয়ার, ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Published By: Sucheta SenguptaPosted: 11:28 PM Nov 28, 2025Updated: 11:27 AM Nov 29, 2025

রাজা দাস, বালুরঘাট: ক্লাসরুমেই মালাবদল! তাও আবার দুই স্কুলপড়ুয়ার মধ্যে। দক্ষিণ দিনাজপুরের এমনই এক ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। আর তা নিয়ে রীতিমতো শোরগোল চারপাশে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। তবে সূত্রের খবর, ওই ভিডিও দেখেই কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আগামী সোমবার বৈঠক হবে।

Advertisement

জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ওই ভিডিও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের আবেশ কুড়ি হাই মাদ্রাসার। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্র ও ছাত্রী স্কুলের পোশাকেই মালাবদল করছে। নিজেদের প্রতিষ্ঠানের পরিচয়পত্রই একে অপরকে পরিয়ে আসল মালাবদলের আনন্দ উপভোগ করছে যেন। পাশে সহপাঠীরা হাততালি দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে, অবিকল ছাঁদনতলা যেন! এই ভিডিওটি সোয়েল রানা নামে ওই স্কুলের এক পড়ুয়া সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। ক্যাপশনের সে লিখেছে, 'স্কুলের কিছু মিষ্টি মুহূর্ত।' নিমেষের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।

ভাইরাল ভিডিও দেখে স্কুলের প্রধান শিক্ষক মনজুর আলম বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, একাদশ শ্রেণিতে ওই ঘটনাটি ঘটেছে। তাঁরা ভিডিওটি ইতিমধ্যে দেখেছেন। স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের মাধ্যমে  ভাইরাল ভিডিওটি তাঁদের হাতে এসেছে বলেও জানান প্রধান শিক্ষক। এনিয়ে স্কুল পরিচালন কমিটির বৈঠক হয়। ভিডিওটি দেখে ছাত্রছাত্রীদের শনাক্ত করা হয়েছে। আগামী সোমবার এনিয়ে আলোচনায় বসে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওই পড়ুয়াদের বিরুদ্ধে। তবে স্কুলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। মোবাইল নিয়ে প্রবেশও নিষিদ্ধ। তারপরেও কী করে পড়ুয়ারা মোবাইল নিয়ে স্কুলে ঢুকে শ্রেণিকক্ষে ভিডিও করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তপক্ষ এ বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্লাসরুম যেন ছাঁদনাতলা! ক্লাসেই মালাবদল দুই পড়ুয়ার।
  • দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের আবেশ কুড়ি হাই মাদ্রাসার ঘটনা।
  • ভাইরাল সেই ভিডিও, যদিও সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Advertisement