shono
Advertisement

‘রাজনৈতিক সার্কাসে নেই, আমি সংবিধানের রক্ষাকর্তা’, শিলিগুড়িতে বার্তা রাজ্যপালের

রাজ্যপালের বৈঠকে নেই প্রশাসন, গরহাজির তৃণমূলও৷ The post ‘রাজনৈতিক সার্কাসে নেই, আমি সংবিধানের রক্ষাকর্তা’, শিলিগুড়িতে বার্তা রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 PM Sep 24, 2019Updated: 06:56 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে এল রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপাল দ্বন্দ্ব৷ শিলিগুড়িতে ডাকা রাজ্যপালের বৈঠকে গরহাজির থাকলেন রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা৷ উপস্থিত থাকলেন না পুলিশ প্রশাসনের কোনও কর্তা৷ ছিলেন না শাসকদলের জন প্রতিনিধিরাও৷ যে ঘটনাকে কেন্দ্র করে উষ্মা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সাফ জানালেন, রাজনৈতিক সার্কাসে নেই, তিনি সংবিধানের রক্ষাকর্তা৷ প্রয়োজনে আবার বৈঠক করবেন৷ যারা এবার আসেননি, পরের বৈঠকে তাঁরা উপস্থিত থাকবেন৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দানবীয় ঘটনা’, বীরসিংহ গ্রামে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী ]

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার শিলিগুড়িতে প্রশাসনের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সূত্রের খবর, বৈঠকে বিরোধী দলের সমস্ত জন প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, ছিলেন না প্রশাসনের কোনও প্রতিনিধি৷ বৈঠকে উপস্থিত ছিলেন না স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পর্যটন মন্ত্রী গৌতম দেব, তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী৷ বৈঠকে আসেননি জেলাশাসক ও পুলিশ-প্রশাসনের কোনও শীর্ষ কর্তা৷ যে ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়েই উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তিনি বলেন, ‘‘ওনাদের আমন্ত্রণ পাঠানো হয়েছিল৷ কিন্তু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কাজ পড়ে যাওয়ায় ওনারা আসতে পারেননি৷ আশা করব পরবর্তী বৈঠকে ওনারা উপস্থিত থাকবেন৷ পরেরবার আমি নিজে ওনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব৷ আমি সব জেলায় যাব৷ কে এল, না এল, তাতে কিছু যায় আসে না৷’’

[ আরও পড়ুন: সহবাসের পর বিয়েতে অমত, রাগে প্রেমিকের যৌনাঙ্গ কেটে থানায় গেল তরুণী ]

এখানেই শেষ নয়, তাঁর কাছে যে রাজনৈতিক রঙ ও দলের কোনও স্থান নেই, এদিন তাও স্পষ্ট করেন রাজ্যপাল৷ সাফ বলেন, ‘‘রাজনৈতিক সার্কাসে নেই৷ আমি সংবিধানের রক্ষাকর্তা৷ আমি রুদ্ধদ্বার বৈঠক করিনি৷ রাজভবনে যে কেউ আসতে পারেন৷ আমি রঙ দেখি না৷’’ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের উন্নয়নে তিনি যে সর্বত ভাবে কাজ করতে চান, তাও জানান জগদীপ ধনকড়৷ যাদবপুর কাণ্ডে এদিন আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করেন রাজ্যপাল৷ বলেন, ‘‘সংবিধান ও মানুষের স্বার্থ রক্ষা করা আমার কাজ৷ সেটা আমি করব৷ আমার যেভাবে ইচ্ছা হবে, সেভাবেই করব৷’’

The post ‘রাজনৈতিক সার্কাসে নেই, আমি সংবিধানের রক্ষাকর্তা’, শিলিগুড়িতে বার্তা রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার