সুবীর দাস, কল্যাণী: সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট। সেই ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার।
মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কুপ্রস্তাব দিয়ে সমাজ মাধ্যমে ব্যাঙ্গাত্মক পোস্ট করেন এক মুসলিম ব্যক্তি। ওই পোস্ট ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই এবার প্রতিবাদে সরব হলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। বিজেপি বিধায়ক দাবি করেছেন, "রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। কিন্তু সবার আগে আমরা মানুষ। তিনি একজন নারী, তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকেনিয়ে কুরুচিকর মন্তব্য কখনওই মেনে নেওয়া সম্ভব না।"
তিনি আরও বলেন, "তবে আমি আশা করেছিলাম এই পোস্টের বিরোধিতায় তাঁর নিজের রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতৃত্বরা সরব হবেন। কিন্তু এমন কিছু দেখা গেল না। কেউ একটা প্রতিবাদ করলো না। আমার মনে হয়েছে, তাই আমি প্রতিবাদ করেছি এবং আগামীদিনেও এরকম অনৈতিক কাজের প্রতিবাদ করব।"
যদিও, এই প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চঞ্চল দেবনাথ বলেন, "বিজেপি বিধায়ক অসীম সরকার যদি মন থেকে একথা বলে থাকেন আমারও তার সঙ্গে সহমত পোষণ করছি। যে মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে সে অশিক্ষিত বয়সে অনেক ছোট। তার কথা আমরা ধরছিনা।"
কিন্তু এরপরেও অসীম সরকারের বিরুদ্ধে সৌজন্যের আড়ালে রাজনৈতিক আক্রমণ করার অভিযোগ তুলে তিনি বলেন, "কিন্তু অসীম সরকারের বক্তব্যে রাজনীতির গন্ধ রয়েছে।" তাঁর প্রশ্ন, "তাঁদের দলের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ বলেন গরুর দুধে সোনা আছে। তাঁদের দলের একজন অধ্যাপক, প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলেন এবং লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা বলেন। তখনও যদি এরকম প্রতিবাদ হতো তাহলে বোঝা যেত। তাই বলছি অসীম সরকারের বক্তব্যতে রাজনীতি রয়েছে।"
