shono
Advertisement

Breaking News

West Bengal SIR Draft List

নথি থাকা সত্ত্বেও কমিশনের খাতায় নিখোঁজ! আলিপুরদুয়ারে খসড়া তালিকায় বাদ 'বৈধ' ভোটারের নাম

মাত্র দু'মাস আগে ভোটার কার্ড পেয়েছিলেন তরুণী।
Published By: Subhankar PatraPosted: 05:24 PM Dec 16, 2025Updated: 06:16 PM Dec 16, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: খসড়া ভোটার তালিকা (West Bengal SIR Draft List) থেকে নাম বাদ গেল বৈধ ভোটারের! নাম বাদ যাওয়ার কারন, ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বাড়ির সকলের নাম রয়েছে তালিকায়। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার বিধানসভায়। আতঙ্কে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

নাম বাদ যাওয়া ভোটারের নাম রুমকি সরকার। তিনি আলিপুরদুয়ার (Alipurduar) বিধানসভার ১৯৪ নম্বর পার্টের ভোটার। রুমকির পরিবারের দাবি, মাত্র দু'মাস আগে তিনি ভোটার কার্ড পেয়েছেন। এবারের নতুন ভোটার। তাঁর নাম কী করে বাদ গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাছাড়াও পরিবারের সকলের নাম রয়েছে খসড়া তালিকায়। অর্থাৎ রুমকি ছাড়া পরিবারের সকল সদস্যরা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। কিন্তু রুমকির ফর্ম এল না কেন?

ওই বুথের বিএলও প্রবীর সরকারের কথায়, "যখন ফর্ম পূরণের কাজ চলছিল, সেই সময় রুমকির এনুমারেশন ফর্ম পাওয়া যায়নি। এই পরিবারের সকলের নাম রয়েছে ১৯৫ পার্টে। কিন্তু তরুণীর নাম ছিল ১৯৪ নম্বর পার্টে। সেই সময় খুঁজে পাওয়া যায়নি। এখন ব্যবস্থা করা হচ্ছে।" খবর পাওয়ার পরই ছুটে গিয়েছেন তিনি। এখন এনুমারেশন ফর্ম ফিলআপ করাচ্ছেন। রুমকির বাবা তাপস সরকার প্রশ্ন তুলে বলেন, "আমার মেয়ের সমস্ত নথি রয়েছে। আমারও রয়েছে। আমরা দীর্ঘদিনের বাসিন্দা। মেনে নিলাম নতুন ভোটার কেউ চেনে না। কিন্তু আমাকে তো সবাই চেনে। সেই সময় যদি ঠিক করে খোঁজ করা হত, তাহলে মেয়েকে ঠিক খুঁজে পাওয়া যেত। এখন ভালো ভাবে নাম যেন ওঠে সেটাই চাই।" তৃণমূলের বিএলএ ২ বলেন, "এটা চূড়ান্ত গাফিলতি ও চক্রান্ত। আমার বিএলওকে সব রকমভাবে সাহায্য করেছি। কোনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না।"

এনুমারেশন ফর্ম ফিলআপের সময় একাধিক উপায়ে জানার ভোটারের পার্ট নম্বর ও অংশ নম্বরও জানার উপায় ছিল। এখানেই প্রশ্ন কেন বিএলও বিষয়টিতে আমল দেননি। পিছনে কি কোনও চক্রান্ত রয়েছে? নাকি সময়ের অভাবে নিকছ ভুলবশত এই কাণ্ড? পরিবারের কনিষ্ঠতম ভোটারের নাম বাদ যাওয়ায় তীব্র আতঙ্কে রয়েছে আলিপুরদুয়ারের সরকার পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খসড়া ভোটার তালিকা থেকে নাম গেল বৈধ ভোটারের! নাম বাদ যাওয়ার কারন, ভোটারকে খুঁজে পাওয়া যায়নি।
  • কিন্তু বাড়ির সকলের নাম রয়েছে তালিকায়।
  • ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার বিধানসভায়। আতঙ্কে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement