shono
Advertisement

Breaking News

South 24 Parganas

রোগী পরিষেবায় গাফিলতি, মেডিক্যাল বর্জ্যে বেনিয়ম! দক্ষিণ ২৪ পরগনার ৪১ নার্সিংহোমকে শোকজ

২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।
Published By: Paramita PaulPosted: 06:58 PM Nov 20, 2024Updated: 06:58 PM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি নিয়মকানুনকে বুড়ো আঙুল! নিজেদের ইচ্ছেমতো চলছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক নার্সিংহোম। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শোকজ করা হয়েছে কর্তৃপক্ষকে। ২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। সেই উত্তর সন্তোষজনক না হলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।

Advertisement

অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক নার্সিংহোমের নিয়ম মানছে না। লঙ্ঘন করছে রাজ্যের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় তদন্ত। খোঁজ নেওয়া হয়, নার্সিংহোমগুলি এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট মেনে চলছে কি না? আইসিইউ-তে কটা বেড আছে? সিসিইউ-র পরিস্থিতি কেমন? চিকিৎসা বর্জ্য সঠিক জায়গায় ফেলা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়।

এর পরই দেখা যায়, ৪১টি নার্সিংহোমের নিয়ম মানছে না। নিজেদের খেয়ালখুশি মতো চলছে। এর পরই তাদের শোকজ করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। সন্তোষজনক উত্তর না মিললে নার্সিংহোমগুলিকে ব্ল্যাক লিস্টেড করা হবে। সবমিলিয়ে নার্সিংহোমগুলিতে নিয়ম মানার বিষয় সতর্ক করল স্বাস্থ্য প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।
  • সেই উত্তর সন্তোষজনক না হলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
  • অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক নার্সিংহোমের নিয়ম মানছে না।
Advertisement