shono
Advertisement

১৫০ বছরের পুরনো মাজার দেখভাল করে নজির হিন্দু পরিবারের

সম্প্রীতির এই ঐতিহ্য বছরের পর বছর বংশ পরম্পরায় পালিত হচ্ছে দাঁতনে৷ The post ১৫০ বছরের পুরনো মাজার দেখভাল করে নজির হিন্দু পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Nov 20, 2016Updated: 10:54 AM Nov 20, 2016

অংশুপ্রতিম পাল, খড়গপুর: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ল দাঁতন৷ দাঁতন-১ নম্বর ব্লকের শরশঙ্কায় একটি মাজার এই সম্প্রীতির ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর৷

Advertisement

এই ব্লকের শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের শরশঙ্কায় একটি বিশাল দিঘি রয়েছে৷ এই দিঘির পূর্বপারে রয়েছে প্রায় ১৫০ বছরের পুরনো মাজারটি৷ সে সময় লস্কর গাজি নামে একজন সাধক পুরুষ ছিলেন৷ অনেকে তাঁকে পীরবাবা বলে সম্মান করেন৷ সেই পীরবাবা লস্কর গাজির মৃত্যুর পর তাঁকে এখানে সমাস্থিত করা হয়৷ তাঁর সেই সমাধির উপর এই মাজারটি তৈরি হয়েছে৷ কে বা কারা এই মাজারটি তৈরি করেছেন সেই ইতিহাস জানা যায়নি৷ তবে এই মাজারটি দেখভাল করে আসছে বংশানুক্রমে একটি হিন্দু পরিবার৷

সেই পরিবারের বর্তমান বংশধর ৬৫ বছরের প্রৌঢ় শ্রীনাথ দাস জানিয়েছেন, “আমার বাবা ঠাকুরদার আমল থেকে এই মাজারটি দেখভাল করা হচ্ছে৷” বহু বছর আগে প্রয়াত শ্রীনাথবাবুর বাবা ভগবান দাসও৷ শ্রীনাথবাবু জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় এই মাজারটিতে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধূপ জ্বালানো হয়৷ আর এই কাজটি এই দাস পরিবার বংশ পরম্পরায় করে আসছেন৷ আবার এই মাজারটির পাশেই রয়েছে একটি করে শিবমন্দির, কালীমন্দির এবং শীতলামন্দির-সহ আরও কয়েকটি মন্দির৷ এই এলাকায় উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে রয়েছেন৷ আজ পর্যন্ত বিভেদের এতটুকু ছোঁয়া স্থানীয় বাসিন্দাদের স্পর্শ করতে পারেনি৷

শুধু তাই নয়, মাজারটি খুবই জাগ্রত৷ একে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস ও ভালবাসা দেখার মতো৷ “এখানে ভক্তিভরে ও বিশ্বাসের সঙ্গে কোনও কিছু প্রার্থনা করলে মনের ইচ্ছাপূরণ হবেই৷” অভিমত শ্রীনাথবাবুর৷ উদাহরণ দিতে গিয়ে তিনি নিজের জীবনের একটি ঘটনার উল্লেখ করলেন৷ তিনি জানিয়েছেন, বছর ছয়েক আগে নার্ভের রোগে আক্রান্ত তাঁর ছেলে হঠাৎ করে উধাও হয়ে যায়৷ তারপরে ছেলেকে ফিরে পাওয়ার জন্য তিনি বিকেল থেকে এই মাজারে হত্যে দেন৷ প্রচুর কান্নাকাটি শুরু করেন৷ এক সময়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন৷ তখনই তাঁকে এক সিদ্ধপুরুষ স্বপ্নাদেশে বলে দেন কোথায় গেলে হারানো ছেলেকে ফিরে পাবেন৷ তারপরেই সেই স্বপ্নাদেশ মতো তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছন৷ আর ছেলেকে ফিরে পান৷ তবে শুধু এই মাজার নয়, এর লাগোয়া প্রায় শতাব্দী প্রাচীন একটি তেঁতুল গাছ রয়েছে৷

তিনি বলেছেন, এই গাছটির কেউ ক্ষতি করে না৷ কারণ, একবার এই গাছটিকে কেটে বিক্রি করার পরিকল্পনা করার কারণে দু’কিলোমিটার দূরের শালিকোঠা গ্রামের একটি পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে প্রায় বছর দশ আগে৷ আবার এই জায়গাতে প্রতি বছর বেশ আড়ম্বরের সঙ্গে পৌষ সংক্রান্তি মেলা হয়৷ এই মেলাতে জাতি-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে৷ এবারে পৌষমেলা শুরু হবে ১২ জানুয়ারি৷ চলবে ছয়দিন৷ এই ব্যাপারে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেছেন, শুধু শরশঙ্কাতে নয়৷ গোটা দাঁতনে সৌভ্রাতৃত্বের বোধ খুবই শক্তিশালী৷ এখানে সবাই মিলে সব ধরনের উৎসব পালন করেন৷

ছবি – সৈকত সাঁতরা      

The post ১৫০ বছরের পুরনো মাজার দেখভাল করে নজির হিন্দু পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement