shono
Advertisement
Rachna Banerjee - Asit Mazumdar

হুগলিতে প্রকাশ্যে রচনা-অসিত দ্বন্দ্ব! সমস্যা সমাধানে নির্বাচনের আগে আসরে কল্যাণ

এসআইআর নিয়ে আলোচনা সভায় বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Published By: Anustup Roy BarmanPosted: 04:53 PM Jan 03, 2026Updated: 07:20 PM Jan 03, 2026

সুমন করাতি, হুগলি: তৃণমূলে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) এবং বিধায়ক অসিত মজুমদারের (Asit Mazumdar) মধ্যে দ্বন্দ্ব বার বার প্রকাশ্যে চলে এসেছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই দ্বন্দ্ব মেটাতে তৎপর হয়েছে তৃণমূল। দায়িত্ব বর্তেছে তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। বৈঠকের মধ্যেই দু'জনের প্রসংসা করেন কল্যাণ।

Advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "রচনা খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করছে লোকসভায়। অন্যদিকে অসিত মজুমদারও খুব ভালো কাজ করে কিন্তু ওর মুখ ভালো নয়। ও লোকের কথা শোনে। দু'জনে যেন কাজ করো ঠিক করে। তারপর দু'জনকে লাঠি দেবো তারপর মারামারি করবে।"

চুঁচুড়া বিধানসভা এলাকায় এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল। সেখানে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, চুঁচুড়ায় সাংসদ বনাম বিধায়কের যে লড়াই চলছে তা বন্ধ করার আবেদন জানান সাংসদ। এদিন বৈঠক শেষে কল্যাণ বলেন, "এসআইআরের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।" চুঁচুড়ায় দ্বন্দ্ব মিটেছেন বলে দাবি করেন তিনি। এও জানান, "দল থাকলে সবকিছু হবে। দ্বন্দ্ব করলে কিছু হবে না।"

চুঁচুড়ায় একাধিক বার তৃণমূল বিধায়ক সঙ্গে সরাসরি দ্বন্দে জড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দাবী করেন, বিধায়কের কোনও অনুষ্ঠানে তিনি যাবেন না। কিন্তু কল্যাণ বন্দোপাধ্যায়ের অনুরোধে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে আসেন হুগলির সাংসদ রচনা। তিনি বলেন, "আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০২৬ সালের নির্বাচন। সেখানে একসঙ্গে লড়াই করতে হবে। এই পরিস্থিতিতে এসে কার সঙ্গে কার মতবিরোধ দেখলে হবে না। দলের সবাইকে সবকিছু কর্মসূচি জানাতে হবে। মে মাস পর্যন্ত আমরা দলে একত্রিত হয়ে কাজ করব নির্বাচনের জন্য।" তিনি আরও বলেন, "অসিত মজুমদারের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে হবে। কাজের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে আমাদের সঙ্গে। আগামী দিনে যাতে না হয় তার চেষ্টা করব।"

চুঁচুড়ায় দলীয় আলোচনার মধ্যেই সকলকে সম্মান দেওয়ার জন্য প্রশ্ন তোলেন প্রাক্তন চেয়ারম্যান অমিত রায়। পরে তিনি বলেন, "সম্মান দিলে সম্মান পাবে। রচনা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য অনেকে চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রাণপাত করে লড়াই করে রচনা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছি। রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কাজ করার ব্যাপারে ইঙ্গিত দেন বিধায়ককে।" তিনি আর বলেন, "আমরা কাউকে অসম্মান করিনি। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই।" প্রাক্তন চেয়ারম্যানের দাবি, "আমাদের নিয়ে কাজ করলে আমরাও কাজ করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব বার বার প্রকাশ্যে চলে এসেছে।
  • নির্বাচনের আগেই দ্বন্দ্ব মেটাতে তৎপর হয়েছে তৃণমূল।
  • দায়িত্ব বর্তেছে তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর।
Advertisement