shono
Advertisement
Humayun Kabir

বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন না নিশা চট্টোপাধ্যায়, 'ওই আসনে মুসলিম প্রার্থী দেব', ঘোষণা হুমায়ুনের

কেন প্রার্থী বদলের সিদ্ধান্ত?
Published By: Tiyasha SarkarPosted: 12:29 PM Dec 23, 2025Updated: 02:51 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন দলের নাম ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনের ১০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরনোর আগেই প্রার্থীবদল। জানা যাচ্ছে, বালিগঞ্জ থেকে লড়বেন না নিশা। জনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবীর জানালেন, বালিগঞ্জ থেকেও লড়বেন মুসলিম প্রার্থী। আগামী ৭ দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি।  

Advertisement

তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্বঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন। আগামী নির্বাচন অর্থাৎ ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যে তালিকায় ছিল নিজের নাম ছিল ২টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। 

রাত পোহাতেই বদলে গেল ছবি। জানা যাচ্ছে, হুমায়ুনের (Humayun Kabir) দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কিন্তু কেন? কারণ হিসেবে জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার। যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে বলেই মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত। এবিষয়ে হুমায়ুন কবীর বলেন, "ওনার কিছু ভিডিও রয়েছে সোশাল মিডিয়ায়। যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত। আগামী ৭ দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব।" এপ্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন, "উনি কী বলছেন, কেন বলছেন, কেন করছেন সেটা উনিই জানেন। এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।"   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন দলের নাম ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনের ১০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
  • বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরনোর আগেই প্রার্থীবদল। জানা যাচ্ছে, বালিগঞ্জ থেকে লড়বেন না নিশা।
  • জনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবীর জানালেন, বালিগঞ্জ থেকেও লড়বেন মুসলিম প্রার্থী। আগামী ৭ দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি।  
Advertisement