shono
Advertisement
Domjur

নির্মীয়মাণ ফ্ল্যাটে নাবালিকাকে ধর্ষণ! বিক্ষোভে উত্তাল ডোমজুড়, পুড়ল বাইক-গাড়ি

অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের।
Published By: Kousik SinhaPosted: 12:00 PM Dec 23, 2025Updated: 04:50 PM Dec 23, 2025

অরিজিত গুপ্ত, হাওড়া: সাত বছরের এক নাবালিকাকে নির্মীয়মাণ ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার ঠিকাকর্মী। ধৃতের নাম হেমন্ত ঘড়ুই(২৫)। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই একেবারে রণক্ষেত্রের আকার নিল ডোমজুড় (Domjur) থানার অন্তর্গত রাঘবপুর এলাকা। চলে ব্যাপক ভাঙচুর। শুধু তাই নয়, ঠিকাদার সংস্থার একের পর এক বাইক, গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার বিশাল পুলিশবাহিনী। নামানো হয় র‍্যাফ। অন্যদিকে রাতেই ঘটনায় ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। 

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে ভাইয়ের সঙ্গে স্থানীয় একটি মন্দিরে গিয়েছিলেন ওই নাবালিকা। পুজো দিয়ে, ভোগ খেয়ে রাতে রাস্তা দিয়ে একাই ফিরছিল ওই নির্যাতিতা। রাতে সেখানে রাস্তা তৈরির কাজ চলছিল। অভিযোগ, রাস্তা তৈরির কাজে যুক্ত ঠিকাদার সংস্থার কর্মী হেমন্ত নাবালিকাকে জোর করে রাস্তা থেকে নির্মীয়মাণ একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই চলে যৌন নির্যাতন, সঙ্গে পাশবিক অত্যাচার। পরে পুরো বিষয়টি নাবালিকা তাঁর মাকে জানায়।

আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই একেবারে রণক্ষেত্রের আকার নেয় রাঘবপুর এলাকা। পুলিশ সূত্রে খবর, রাতেই হাওড়া হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল করানো হয়েছে। আজ মঙ্গলবার ওই নাবালিকার এবং তাঁর মায়ের গোপন জবানবন্দি নেবে পুলিশ।

অন্যদিকে ঘটনার তদন্তে নেমে হেমন্ত ঘড়ুইকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, মূল অভিযুক্ত হেমন্ত হুগলির জাঙ্গীপাড়ার বাসিন্দা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালিকাকে নির্মীয়মাণ ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত এক ঠিকাকর্মী।
  • ঘটনার খবর ছড়িয়ে পড়তেই একেবারে রণক্ষেত্রের আকার নিল ডোমজুড় থানার অন্তর্গত রাঘবপুর এলাকা।
  • অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের।
Advertisement