সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বুধবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন, তাতে জঙ্গলমহলের জন্য রয়েছে বিশেষ নজর। অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ইস্টার্ন ফ্রেড করিডর নির্মাণের জন্য রঘুনাথপুর, পুরুলিয়ায় ২৪৮৩ একর শিল্পের জন্য জমি বরাদ্দ-সহ ৭২,০০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে 'জঙ্গল সুন্দরী কর্মনগরী' নির্মাণ করা হবে।
ইতিমধ্যেই ৬২.৮৭ কোটি টাকা ব্যয়ে পুরুলিয়া জেলার মানবাজার বান্দোয়ান-কুইলাপল রাস্তা ২২ কিলোমিটার পর্যন্ত চওড়া ও মজবুত করার দুই লেনের কাজ সম্পূর্ণ হয়েছে। ৪৯.৮৪ কোটি টাকা ব্যয়ে বাঁকুড়া জেলার তালডাংরা-পাঁচমুড়া-চৌবেতা ১০ কিলোমিটার থেকে ৩৩.৯০ কিমি রাস্তা চওড়া ও পুনর্গঠনের কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়াও ৪৮.৪৪ কোটি টাকা ব্যয়ে বাঁকুড়া জেলার পাঁচবাগায় বাঁকুড়া-ছাতনা রাস্তায় আরওবির কাজ সম্পূর্ণ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ১১২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্রোজেক্ট-এর ইনস্টলেশনের কাজ শেষ হয়েছে। নিকটবর্তী সাব স্টেশনে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
৭৬ কোটি টাকা ব্যয়ে পুরুলিয়ার পিপিএসপি আপার ড্যামে ১০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের আরও একটি কাজ হাতে নেওয়া হয়েছে। 'ওয়েস্ট বেঙ্গল কেন্দু লিভস কালেক্টরস সোশ্যাল সিকিউরিটি স্কিম' গঠন করে জঙ্গলমহলভুক্ত জেলার যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের প্রায় ৩৫,৩৯৪ জন উপজাতির মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগ পশ্চিমাঞ্চলের ৭টি জেলায় অনগ্রসর তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে যে ঘাটতি রয়েছে তা পূরণের জন্য পরিকাঠামো উন্নয়ন, জীবন-জীবিকামূলক প্রকল্প রূপায়ণের উদ্যোগ নিয়েছে।
