shono
Advertisement

Breaking News

দেশের প্রথম মহিলা স্টেশন ডিরেক্টরের দায়িত্বে খড়গপুরের সোনালি

দায়িত্ব নিয়ে রেলের যাত্রী পরিষেবার দিকে নজর। The post দেশের প্রথম মহিলা স্টেশন ডিরেক্টরের দায়িত্বে খড়গপুরের সোনালি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:11 PM Nov 01, 2017Updated: 07:44 AM Nov 01, 2017

অংশুপ্রতিম পাল, খড়গপুর: রেলের কোনও শীর্ষপদে ফের বাঙালির কীর্তি। ভারতীয় রেলে প্রথম কোনও মহিলা স্টেশন নির্দেশকের দায়িত্বে এলেন সোনালি পরুয়া৷ সোনালিদেবী খড়গপুর স্টেশনের নির্দেশকের দায়িত্বভার বুঝে নিয়েছেন। এর আগে তিনি দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের সহকারী অপারেশন ম্যানেজার (সাধারণ) পদে ছিলেন। তার আগে অবশ্য তিনি এই খড়গপুর রেল স্টেশনের ম্যানেজার ছিলেন৷

Advertisement

[যাত্রী পরিষেবায় বাড়তি নজর রেলের, আসছে ৬টি নতুন ট্রেন]

২০১৩ সালের চাকরি জীবনের শুরুতে একেবারে খড়গপুরের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল স্টেশনের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে সোনালিদেবী পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ রেল স্টেশনের ম্যানেজার হিসাবে যান৷ সেখান থেকে ২০১৫ সালে তাঁকে বদলি করা হয়। চলে আসেন রেলের খড়গপুর ডিভিশনের সদর কার্যালয়ে৷ সেখানে সহকারী অপারেশন ম্যানেজার (সাধারণ) হিসাবে তাঁর পদোন্নতি হয়৷ সম্প্রতি খড়গপুর স্টেশনের নির্দেশক হিসাবে তিনি যোগ দিয়েছেন৷ চাকরি জীবনের শুরু থেকে এই খড়গপুরেই সোনালিদেবীর বেশিরভাগ সময় কেটেছে৷ সেই কারণে তাঁর কাছে খড়গপুর স্টেশন নতুন কোনও জায়গা নয়৷ তবে সময়ের ব্যবধানে অনেক কিছুর পরিবর্তন হয়েছে৷ খড়গপুর স্টেশনকে কেন্দ্র করে এখন ব্যস্ততা অনেক বেড়েছে৷ ছ’য়ের জায়গায় এখন খড়গপুর স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে আট হয়েছে৷ তার সঙ্গে পাল্লা দিয়ে রেলযাত্রীর সংখ্যাও বহুগুণ বেড়েছে৷ ফলে এখন খড়গপুর রেল স্টেশনের নির্দেশক হিসাবে দায়িত্ব পালন করা অনেকটাই চাপের৷

[বর্ষণে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ৩০৮ কোটি টাকা ঘোষণা রাজ্যের]

দেশের কয়েক লক্ষ রেলকর্মীর মধ্যে এমন কীর্তি। কী বলছেন ওই রেল আধিকারিক। সোনালিদেবী বলেন, “আমার প্রথম লক্ষ্য যাত্রী পরিষেবার মান আরও বাড়ানো৷ যাত্রীরা যাতে অযথা হয়রানির মধ্যে না পড়েন সেটার প্রতি অবশ্যই নজর থাকবে।”  প্রসঙ্গত রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৭৫টি রেল স্টেশনকে এই ধরনের স্টেশন ডিরেক্টরের অধীনে আনা হয়েছে৷ তার মধ্যে খড়গপুর অন্যতম।

ছবি: সৈকত সাঁতরা

The post দেশের প্রথম মহিলা স্টেশন ডিরেক্টরের দায়িত্বে খড়গপুরের সোনালি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement