রঞ্জন মহাপাত্র, পূর্ব মেদিনীপুর: মন্দারমণি যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। ঘটনাটি ঘটেছে খেঁজুরি থানার ঠাকুরনগরের কাছে। মৃতের নাম অমরনাথ প্রসাদ। বয়স ৩০। মৃত ও আহতরা প্রত্যেকেই আয়কর দপ্তরের আধিকারিক বলেই জানা গিয়েছে।
[হাসিনাকে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য, মীরাক্কেল চ্যাম্পিয়নের বিরুদ্ধে মামলা]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদা রঙের গাড়িটি করে মন্দারমণি যাচ্ছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। অনুমান, সপ্তাহান্তে ছুটি কাটাতেই সৈকতের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। খেঁজুরি থানার ঠাকুরনগরের কাছে একটি তেলের ট্যাঙ্কার ও লরির মাঝে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। প্রায় দুমরে-মুচড়ে যায় গাড়ির বেশিরভাগ অংশ। পুলিশের অনুমান, গাড়ির যে দিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেদিকেই বসেছিলেন অমরনাথ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
[বাবাকে ‘ডন’ হিসেবে দেখাবেন না, রজনীকে হুমকি হাজি মস্তানের ছেলের]
কেমন করে এই ঘটনা ঘটল? গাড়ির গতিবেগই বা কত ছিল? লরি ও ট্যাঙ্কারের রেষারেষির ফলেই কি এই ঘটনা ঘটেছে? প্রশ্নগুলির উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
The post মন্দারমণি যাওয়ার পথে মৃত্যু আয়কর দপ্তরের আধিকারিকের, আহত ৫ appeared first on Sangbad Pratidin.
