shono
Advertisement

Breaking News

‘সিপিএমের সঙ্গে বৈবাহিক সম্পর্ক, চা খাওয়া নয়’, নিজের পুরনো মন্তব্য উসকে বিতর্কে জ্যোতিপ্রিয়

বিতর্কের মুখে পড়ে তাঁর সাফাই, 'আগের কথা এখন প্রযোজ্য করছি।'
Posted: 08:36 PM Mar 25, 2023Updated: 08:47 PM Mar 25, 2023

অর্ণব দাস, বারাসত: সিপিএমের বিরুদ্ধে ২০১১ সালের নভেম্বর মাসে স্লোগান দিয়েছিলেন তিনি। সেই কথা এবার মানুষ বুঝতে পারছেন। সিপিএম ভয়ংকর রাজনৈতিক দল। তাঁদের কোনও অস্তিত্ব নেই। সামাজিকভাবে বয়কটের মুখে পড়েছে। শনিবার হাবড়ায় ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচিতে গিয়ে এসব কথা বললেন রাজ্যের বনমন্ত্ৰী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। কিন্তু নিজেরই বলা পুরনো এক মন্তব্য উসকে নতুন করে বিতর্ক (Controversial comment) তৈরি করেন তিনি। এদিন হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, বারাসত হাসপাতালের সুপার-সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক।

Advertisement

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “সিপিএমের (CPM) আর কিছু হবে না। এরা শেষ হয়ে গিয়েছে। সিপিএমের যে মুখগুলো এখন দেখা যায়, সেই মুখগুলো পচে গিয়েছে। আমি একটা স্লোগান দিয়েছিলাম ২০১১ সালের নভেম্বর মাসে। সেই ক্যাপশনটা আজকের দিনে মানুষের কাছে খুব প্রযোজ্য। আমি বলেছিলাম, সিপিএমের সঙ্গে চলব না। তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করব না। তারা কোনও বিয়েবাড়ি গেলে যাব না। তাদের সঙ্গে বাজারে বা চায়ের দোকানে গল্প করব না। এটা কিন্তু মানুষ এখন বুঝতে পারছে।”

[আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এপ্রিলের গোড়াতেই টানা ৩ দিন ছুটি]

আত্মপক্ষ সমর্থনে তিনি এও বলেন, ”এটা আমি নির্দেশ দিলাম না, আমি তো নির্দেশ দিতে পারি না। তবে আমি আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য করেছি। আমি সিপিএমের সঙ্গে চলার পক্ষপাতী নই। এরা ভয়ংকর রাজনৈতিক দল। এরা কী করে গিয়েছে, তা গত কয়েকদিনের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সকলে জানতে পেরেছেন। মুখ্যমন্ত্রী যদি সব কটি দপ্তরের তদন্ত করান, তাহলে সিপিএমের নেতাদের কী হাল হবে, তা ওঁরা বুঝতে পারছেন না।” তাঁর এই বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

[আরও পড়ুন: ডিমের আকার ‘গোল’, উপরিতল খসখসে! অদ্ভুত ডিম ঘিরে শোরগোল আলিপুরদুয়ারে]

যদিও এই বক্তব্য প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, “আমি কোথাও সামাজিক বয়কটের (Social Boycott) কথা বলিনি। এদিন দুয়ারে ডাক্তার কর্মসূচিতে যাওয়ার সময় সিপিএমের কিছু লোক আমাদের কটু মন্তব্য করেছে। এর প্রতিবাদ করেই আমি এদিন ব্যক্তিগত মতামত রেখেছি। এটা আমার ব্যক্তিগত মত। আমি আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য করেছি। কারণ এরা ভয়ংকর রাজনৈতিক দল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার