shono
Advertisement
Kaliganj TMC MLA

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কালীগঞ্জের TMC বিধায়ক 'লাল'

২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন।
Published By: Paramita PaulPosted: 09:49 AM Feb 02, 2025Updated: 09:49 AM Feb 02, 2025

রমনী বিশ্বাস, তেহট্ট: প্রয়াত তৃণমূল বিধায়ক। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। রাজনীতির ময়দানে তিনি 'লাল' নামেই পরিচিত ছিলেন।

Advertisement

শনিবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন নাসিরউদ্দিন। এরপর তাঁকে পলাশির মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন। নাসিরউদ্দিনের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসনি ফাঁকা হয়ে গেল। ফলে এই আসনে উপনির্বাচন করাতে হবে। যদিও আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মাস ছয়েক জন্য নতুন বিধায়ক পাবে কালীগঞ্জ।

নাসিরউদ্দিন আহমেদ পেশায় আইনজীবী ছিলেন। এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। ২০১১ সালে প্রথমবার তৃণমূলের বিধায়ক হন। ২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হলেও পরে সেই হাসানুজ্জামান তৃণমূলে যোগ দেন। ২০২১ সালে আবারও টিকিট পান 'লাল' সাহেব। ভোটে জিতে আবার কালীগঞ্জ থেকে বিধায়ক হন। তার এই প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়ল কালীগঞ্জের তৃণমূল নেতৃত্ব। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের।
  • রাজনীতির ময়দানে তিনি 'লাল' নামেই পরিচিত ছিলেন।
  • প্রয়াত তৃণমূল বিধায়ক।
Advertisement