অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মগডালে দুই চিতাবাঘের খুনসুটি! দৃশ্য নজরে পড়তেই হুড়োহুড়ি শুরু শিলিগুড়ির বিজলিমণি চা বাগানে। আতঙ্কে বাগান ছাড়েন শ্রমিকরা। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল দুই চিতাবাঘের সেই ভিডিও।

অন্য়ান্যদিনের মতোই শুক্রবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার বিজলিমণি চা বাগানে কাজে যান শ্রমিকরা। আচমকা চোখের সামনে ভয়ংকর দৃশ্য। দেখা যায়, গাছের মগডালে একটি চিতাবাঘ। খানিকক্ষণ পর দেখা যায়, মগডালে বসে আরও একটি চিতাবাঘ। গাছের ডালে খেলতে দেখা যায় তাদের। এনিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় চা বাগানে। শ্রমিকরা আতঙ্কে বাগান ছেড়ে যান। তবে ততক্ষণে ক্য়ামেরাবন্দি হয়ে গিয়েছে দুই চিতাবাঘের খুনসুটির মুহূর্ত। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরের কর্মীরা।
উল্লেখ্য, গত মাসে ওই চা বাগানে এক শ্রমিক কাজ করার সময় চিতাবাঘের হামলায় আহত হন। পরবর্তীতে বনদপ্তরের তরফে খাঁচা পাতা হয়। সেই চিতাবাঘটি খাঁচাবন্দিও হয়। চা বাগান শ্রমিকদের দাবি, ওই এলাকায় আরও চিতাবাঘ রয়েছে। চিতাবাঘগুলোকে যাতে দ্রুত বন্দি করা যায়, সেই দাবিই জানিয়েছেন চা শ্রমিকরা।