সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে বারবার 'বুলডোজার শাসন' দেখা গিয়েছে। আইনের পরোয়া না করে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি। বারবার এমন ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। অভিযোগ, ২০২১ সালে গ্যাংস্টার নেতা অতিক আহমেদের সম্পত্তি লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দিয়েছিল প্রয়াগরাজ প্রশাসন। ওই ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ১০ লক্ষ করে ক্ষতিপূরণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, অবৈধ বুলডোজার নীতি 'অসংবেদনশীলতার' জলজ্যান্ত উদাহরণ। 'বিবেকের বিসর্জন' দিয়েছে প্রশাসন।
শীর্ষ আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশে যা ঘটেছে তা 'অমানবিক এবং অবৈধ'। ২০২১ সালে আইনের পরোয়া করে যাঁদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জের বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং দুজন মহিলাকে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসন। আদালতের আরও পর্যবেক্ষণ, "এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেখানে অবৈধভাবে ভাঙন চলছে। অথচ জড়িত ব্যক্তিদের নির্মাণ করার ক্ষমতা নেই।"
মাঝে একটি শুনানি শেষে উত্তরপ্রদেশ-সহ দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বুলডোজার নীতির নিন্দা করেছিল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, রাজ্য প্রশাসনের কোনও অধিকার নেই বিচারকের ভূমিকায় বসে অভিযুক্তর বিচার সম্পন্ন হওয়ার আগেই বেসরকারি ও বাণিজ্যিক সম্পত্তিকে গুঁড়িয়ে দেওয়ার। এইসঙ্গে শীর্ষ আদালত বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছিল। জানানো হয়েছিল, বাড়ি ভাঙার কমপক্ষে ১৫ দিন আগে নোটিস দিতে হবে। করতে হবে ভিডিও রেকর্ডিং।