ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: মধ্যমগ্রামেও হানা দিল মারণ চিনা ভাইরাস। এবার মধ্যমগ্রামের কাউন্সিলরের শরীরেও মিলল
করোনার নমুনা। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা প্রায় প্রত্যেকেই রয়েছেন
কোয়ারেন্টাইনে।
আটদিন ধরে মাঝেমধ্যেই জ্বর আসছিল মধ্যমগ্রামের এক কাউন্সিলরের। সর্দি, কাশি, শ্বাসকষ্ট-সহ নানা উপসর্গই
দেখা দিয়েছিল তাঁর। ওষুধপত্রও খাচ্ছিলেন তিনি। তবে দিনচারেক আগে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
তাঁকে কোনও হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী তাঁকে স্থানীয় বেশ কয়েকটি বেসরকারি
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেই বেসরকারি হাসপাতালগুলি কোনও না কোনও কারণে তাঁকে প্রত্যাখ্যান করে। তাই
তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। সেখান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
আপাতত সেখানেই ভরতি রয়েছেন কাউন্সিলর।
[আরও পড়ুন: ডিজিটাল রেশন কার্ড না থাকলেও মিলবে ডাল-ডাল, অভিনব উদ্যোগ প্রশাসনের]
পরিজনদের দাবি, শনিবার সন্ধেয় লালারস পরীক্ষা করা হয় তাঁর। ওই রিপোর্টেই মেলে করোনা সংক্রমণের হদিশ। এদিকে, জ্বর হয়ে বাড়িতে থাকাকালীন কাউন্সিলরের সঙ্গে দেখা করতে এসেছিলেন বেশ কয়েকজন। কাউন্সিলর করোনায় আক্রান্ত হয়েছেন, একথা শোনার পরই তাঁর সংস্পর্শে আসা প্রায় প্রত্যেকেই বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছেন। আপাতত সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা।
[আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তর-পূর্ব ভারতে কালবৈশাখীর পূর্বাভাস]
The post মধ্যমগ্রামেও করোনার থাবা, মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি কাউন্সিলর appeared first on Sangbad Pratidin.
