shono
Advertisement
Sonarpur

এআই ব্যবহার করে নগ্ন ছবি ভাইরাল! সোনারপুরে 'আত্মঘাতী' মাধ্যমিক পরীক্ষার্থী

প্রতিবেশী এক যুবক ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি পরিবারের।
Published By: Kousik SinhaPosted: 03:03 PM Nov 28, 2025Updated: 03:18 PM Nov 28, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে ব্যবহার করে ছাত্রীর নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ। অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক যুবক ঘটনার সঙ্গে যুক্ত। ওই যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী সোনারপুরে মামাবাড়িতেই থাকত। পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক কিশোরীকে নিয়মত উত্ত্যক্ত করতেন। এমনকী ওই যুবক বিবাহিত হয়েই বিভিন্ন সময় এই ঘটনা ঘটাত। শুধু তাই নয়, বেশ কিছু ছবি সংগ্রহ করে এআইকে কাজে লাগিয়ে নগ্ন ছবি তৈরি করে তা সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, ঘটনার সঙ্গে ওই যুবকের পরিবারের লোকজনও জড়িত। নানাভাবে তাঁরা ওই কিশোরীকে হেনস্তা করত। এই সমস্ত ঘটনায় বাড়িতেই সবসময় মনমরা হয়ে থাকত ওই ছাত্রী। বিশেষ কারোর সঙ্গেও কথা বলতো না। বৃহস্পতিবার রাতে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন 

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই চূড়ান্ত এই সিদ্ধান্ত নিয়েছে সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্ষোভে ফুসছে গোটা পরিবার। মেয়ের মৃত্যুতে শোকে বিহ্বল মা। তাঁর আক্ষেপ, ''আগামী বছর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিত। তা আর দেওয়া হল না।''  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এআইকে ব্যবহার করে ছাত্রীর নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ।
  • অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী!
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে।
Advertisement