shono
Advertisement

Breaking News

পিকনিকের নামে বেরিয়ে মেয়েকে নিয়ে উধাও যুবক, হদিশ পেতে মোদি-মমতার দ্বারস্থ স্ত্রী

কেন উধাও হয়ে গেলেন যুবক? কারণ কী? তা নিয়ে ধোঁয়াশা।
Posted: 05:11 PM Feb 07, 2024Updated: 05:11 PM Feb 07, 2024

বাবুল হক, মালদহ: পিকনিকের নাম করে মেয়েকে নিয়ে বেরিয়ে বেপাত্তা যুবক। পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দ্বারস্থ স্ত্রী। কিন্তু কেন উধাও হয়ে গেলেন যুবক? কারণ কী? তা নিয়ে ধোঁয়াশা।

Advertisement

জানা গিয়েছে, ওই যুবকের নাম ইন্দ্রজিৎ সরকার। স্ত্রী ঝুমা ও ৩ বছরের মেয়েকে নিয়ে মালদহের ঘোড়াপির সানিপার্ক এলাকায় থাকতেন তিনি। ঝুমা দেবী জানান, ২৬ জানুয়ারি সকালে বাড়িতে খাওয়াদাওয়া করে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ইন্দ্রজিৎ। সঙ্গে নিয়ে যান ৩ বছরের মেয়েকে। এর পর থেকে আর ফোনে যোগযোগ করতে পারেননি স্ত্রী। একাধিকবার চেষ্টা করা হলেও বরাবরই ফোন সুইচড অফ।

[আরও পড়ুন: বিরাটকে টপকে যাওয়ার পর এবার ব্র্যাডম্যানকেও ছুঁলেন কেন উইলিয়ামসন]

দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও স্বামী সন্তানের হদিশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। কিন্তু তাতেও লাভ হয়নি বলে অভিযোগ। এর পর মালদহ আদালত, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি পাঠান ঝুমাদেবী। দুশ্চিন্তা আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তিনি। কোথায় স্বামী-সন্তান? কী পরিস্থিতিতে রয়েছেন তাঁরা, তা ভেবেই ঘুম উড়েছে মহিলার। তাঁর আর্জি যে কোনও মূল্যে ফিরিয়ে দেওয়া খুঁজে বের করা হোক তাঁর স্বামী-সন্তানকে।

[আরও পড়ুন: অজিত পওয়ারের শিবিরই আসল NCP, ঘোষণা নির্বাচন কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement