shono
Advertisement
Mamata Banerjee

নন্দীগ্রামে ভোট লুটের অভিযোগ, শুভেন্দু গড়ে মমতা বললেন 'বদলা নেবই'

Published By: Sucheta SenguptaPosted: 02:31 PM May 16, 2024Updated: 08:13 PM May 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের ফলাফল নিয়ে এখনও মামলা চলছে আদালতে। কারচুপির মধ্যে দিয়ে ফলাফলকে নিজেদের অনুকূলে এনেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগে আদালতে মামলা করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা এখনও বিচারাধীন। এবার প্রথম সেই মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর হুঙ্কার,  ''নন্দীগ্রামে যে প্রতারণা হয়েছে, আজ নয়ত কাল তার বদলা আমি নেবই। কখন নেব, কীভাবে নেব, তা সময় ঠিক করবে।'' চব্বিশের লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে মমতার এই হুঁশিয়ারি বড়সড় রাজনৈতিক বক্তব্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। 

Advertisement

হলদিয়ায় দেবাংশু ভট্টাচার্যর সমর্থনে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভায় কেন্দ্রে এক হাজারের সামান্য বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।  তৃণমূলের অভিযোগ  ছিল, ভোটগণনার সময়ে লোডশেডিং করে ফলাফল নিজেদের অনুকূলে এনে কারচুপি করে জিতেছে। নইলে সেখানে গণনার প্রথম রাউন্ড থেকে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জয় নিশ্চিত ছিল বলেই দাবি ঘাসফুল শিবিরের।  শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে তৃণমূলের তরফে প্রায়শয়ই বলা হয় 'লোডশেডিং বিধায়ক'। নন্দীগ্রামের সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দায়ের হওয়া মামলা চলছে এখনও। 

[আরও পড়ুন: দিঘার পথে দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস]

এর মাঝে একাধিকবার  শুভেন্দু গড়ে দাঁড়িয়ে সেই ফলাফল নিয়ে অভিযোগের সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)তমলুক কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর সমর্থনে হলদিয়ায় সভা করতে গিয়ে মমতার হুঙ্কার, ''নন্দীগ্রামে ডিএম বদলে, লোডশেডিং করে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তার বদলা  আমি নেবই। আমি ছাড়ব না।'' ২০১১ সালে রাজ্যে ক্ষমতা বদলের ডাক দিয়ে তৃণমূল নেত্রীর গলায় শোনা গিয়েছিল, 'বদলা নয়, বদল চাই।' আর একুশের বিধানসভা নির্বাচনে নিজের ভোটের ফলাফলের পরিপ্রেক্ষিতে তাঁর মুখে শোনা গেল, ''বদলা নেবই।'' 

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: সিপিএমই চায়নি ছোট দল সংসদে যাক! জোট ‘ঘেঁটে’ বিস্ফোরক নওশাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নন্দীগ্রামে বিধানসভার ফলাফল নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
  • 'বদল নেবই, আজ নয়ত কাল', শুভেন্দু গড়ে দাঁড়িয়ে বললেন তৃণমূল নেত্রী।
Advertisement