সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই সুজাপুরের বিধায়ক আবদুল গনির দেখা নেই এলাকায়। যা নিয়ে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। রবিবার সুজাপুরের প্রচারসভা থেকে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, "সুজাপুরটা আমিই দেখব।"
মালদহ দক্ষিণের সুজাপুরের বিধায়ক আবদুল গনি। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও তিনি। দীর্ঘদিন ধরেই সুজাপুরে অনুপস্থিত তিনি। এলাকায় তাঁর দেখা মেলে না বলেই দাবি। তা নিয়ে এর আগে বিস্তর জলঘোলাও হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও আবদুল গনির ভূমিকায় উষ্মাপ্রকাশ করেছিলেন। তার পর দীর্ঘদিন পেরিয়েছে। কিন্তু বিধায়কের আচরণে পরিবর্তন দেখা যায়নি। রবিবার মালদহ দক্ষিণের (Maldah Dakshin) প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের প্রচারে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এলাকায় বিধায়কের অনুপস্থিতি নিয়েই কার্যত বিরক্ত প্রকাশ করলেন তিনি। আমজনতার কাছে ক্ষমা চেয়ে সুজাপুর নিজে দেখবেন বলে আশ্বাস দিলেন তিনি। স্বাভাবিকভাবেই এতে খুশি স্থানীয়রা। তাঁদের আশা, এবার সমস্যা মিটবে।
[আরও পড়ুন: ভোটের আগে রক্তাক্ত খাস কলকাতা, পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে!]
প্রসঙ্গত, এদিনের সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির শাঁখা-পলা মন্তব্যের পালটা দেন তিনি। বলেন, ”শাঁখা-পলা কী জানেন? এসব বাদ দেওয়া নিয়ে কথা বলছেন? কোনওদিন জানেন এসবের মাহাত্ম্য? উনি যা বলেছেন, আমি তা উচ্চারণ করতে চাই না। আমি ওসবে বিশ্বাসও করি না। কিন্তু আমি যতদিন থাকব, ততদিন ঐক্য, শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার কাছে সতী-সাবিত্রী-সীতা আর জাহানারা-রোশেনারার মধ্যে কোনও পার্থক্য নেই।”
