আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, বৃশ্চিকে বুধ, ধনুতে রবি, শুক্র, চন্দ্র ও মঙ্গল। কুম্ভে রাহু এবং মীনে শনি। অমিতাভ বন্দে্যাপাধ্যায় লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
সপ্তাহের শুরুতে চাকরি পরিবর্তনের চেষ্টা করতে পারেন। বিদ্যার্থীদের বিদ্যালাভে কিছু বাধা-বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল মোটের উপর ভালই হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। নতুন গৃহনির্মাণে বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসাক্ষেত্রে নতুন প্রকল্পের দিকে জোর দেওয়া উচিত। শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন। সন্তানদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পাবেন। গৃহশান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন। কোনওরকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে। সপ্তাহের শেষে কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে।
বৃষ
এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। জমি-বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ্যই করে নেবেন। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে বাধা-বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের হাতের কাজের জন্য সরকারি স্বীকৃতি লাভ। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে ভালো সময়। তবে পাওনা আদায়ে কিছু সমস্যা থাকবে।
মিথুন
ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের ফলে সরকারি চাকরিতে সুযোগ আসবে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। গুরুজনের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগ বৃদ্ধি। বয়স্করা সৎকর্মে অর্থব্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারেন। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। সংসারে সুখশান্তি বজায় থাকলেও স্ত্রীর অন্যায় আবদার মেনে নেবেন না। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। অংশীদারী ব্যবসায় এখনই মোটা টাকা বিনিয়োগ করবেন না।
কর্কট
আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানের উদ্ধত আচরণের জন্য পরিবারে অশান্তি। ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় সাফল্য আসবে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। গুপ্ত শত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। কোনও অবস্থাতেই অন্যের প্ররোচনায় উত্তেজিত হবেন না। বিদ্যার্থীদের বৃত্তি শিক্ষায় সাফল্যের জন্য একাধিক কাজের সুযোগ আসবে। জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে মনোমালিন্যের জন্য পরিবারে অশান্তি।
সিংহ
সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ বেশি থাকবে। স্ত্রীর জীবিকার পরিবর্তন হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের অবনতির জন্য অর্থব্যয়ের যোগ প্রবল। পুরনো মামলা মোকদ্দমা জাতকের অনুকূলে যাবে। চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ফসলের দাম ভালোই পাবেন। পেশাগত কারণে দূরে বদলির যোগ। কর্মক্ষেত্রে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। বয়স্কদের সৎগুরু লাভের যোগ রয়েছে। অন্যের প্ররোচনায় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে যাবেন না। বন্ধুবান্ধবের বিপদে আপনি তাঁদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাঁদের অনেককেই পাশে পাবেন না।
কন্যা
আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য কর্মক্ষত্রে সুনাম বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আয়ের বৃদ্ধি হওয়ার ফলে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। গুপ্তশত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব্যঞ্জক হবে। স্ত্রীর ভাগ্যে শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। মা-বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।
তুলা
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের বহুমুখী উপায়ে আয়ের পথ খুলবে। শেয়ার বা লটারিতে এখন বড় বিনিয়োগ না করাই শ্রেয়। অংশীদারী ব্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব্যবসায় মন্দাভাব। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতির যোগ নেই। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ। পারিবারিক সমস্যা মেটানোর জন্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। সন্তানের ভবিষ্যতের জন্য এখন থেকেই সঞ্চয়ের ব্যবস্থা করুন। দুর্জন প্রতিবেশীর সঙ্গ ত্যাগ করুন।
বৃশ্চিক
ভালো-মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে। অপরিচিত ব্যক্তির পরামর্শে কোনও অর্থ বিনিয়োগ না করাই ভালো। উচ্চ-রক্তচাপ জনিত সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। পরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে। সন্তানের প্রেমঘটিত সমস্যার জন্য পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকবে। ভাইবোনদের কারসাজিতে পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন্যের জেরে বাবা-মার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। নববিবাহিতদের দাম্পত্য সমস্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় মন্দাভাব কেটে যাবে।
ধনু
এই সপ্তাহে ব্যবসায় সাফল্য আসবে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারওর উপর করবেন না। শ্বশুরকুল থেকে স্থাবর-সম্পত্তি লাভ করতে পারেন। চাষিভাইরা দুর্যোগের হাত থেকে ফসল রক্ষা করার জন্য শস্যবিমা করিয়ে নিতে পারেন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য অর্থ খরচ হতে পারে। রাজনীতিবিদ্রা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। নিজের দুর্বলতা সকল বন্ধুবান্ধবের কাছে প্রকাশ করবেন না।
মকর
সপ্তাহের শুরুতে বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সংগীত ও নৃত্য শিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ ও কর্মপ্রাপ্তি। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধ্যে খারাপ হতে পারে। ছোট ভাইবোনদের অন্যায় আচরণ কখনওই মেনে নেবেন না। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। হঠাৎ কোনও খবরে বিচলিত হয়ে উঠতে পারেন। অবিবাহিতদের বিবাহের পর আর্থিক উন্নতি সম্ভব।
কুম্ভ
এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল্য। ছোট ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। অত্যধিক শ্রমের জন্য মানসিক অবসাদে পড়তে পারেন। সপ্তাহের মধ্যভাগে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। পরিবারে কারওর চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক সমস্যা মেটাবার জন্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন।
মীন
সপ্তাহের শুরুতে আর্থিক চাপ থাকবে। বিলাসিতা করলেও পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন। উচ্চ-রক্তচাপ জনিত সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বয়স্কদের সামাজিক কাজে লিপ্ত থাকার জন্য সামাজিক সম্মান বৃদ্ধি পাবেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কে অবনতি। আপনার ভালোমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ্যমান। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। নিজের ও পরিবারের স্বাস্থে্যর ব্যাপারে যত্নবান হোন। ব্যবসায় মন্দাভাব কেটে যাওয়ার সম্ভাবনা।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll