shono
Advertisement
Indian Rail

বড় ধাক্কা মোদি সরকারের, বাড়ছে রেলের ভাড়া! লোকাল ট্রেনেও কি গুনতে হবে অতিরিক্ত মাসুল?

২৬ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে দুরপাল্লার রেলযাত্রার খরচ।
Published By: Anustup Roy BarmanPosted: 01:38 PM Dec 21, 2025Updated: 02:02 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলযাত্রীদের জন্য বড় খবর। বছর শেষের আগেই বাড়তে চলেছে খরচ। ভারতীয় রেলের তরফে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে দুরপাল্লার রেলযাত্রার খরচ। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ২ পয়সা। রেলের দাবি, নতুন ভাড়ায় রাজস্ব আয় বাড়বে ৬০০ কোটি টাকা। বাড়তে থাকা খচর সামলাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কিন্তু, রেলের উপর নির্ভরশীল দেশের একটা বড় সংখ্যক মানুষ। এই ভাড়া বৃদ্ধি তাঁদের উপর প্রভাব ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের।  

Advertisement

জানা গিয়েছে, নন-এসি কোচে মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে। অন্যদিকে এসি কোচের ভাড়াও প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভাড়া বৃদ্ধির ফলে এই বছর প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে।

রেল জানিয়েছে, যেসব যাত্রীরা নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করবেন। তাঁদের অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। দুরপাল্লার যাত্রায় ভাড়া বাড়লেও লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হল না। বাড়ছেনা মান্থলি টিকিটের খরচ। সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্যও কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে জানা গিয়েছে।

গত এক দশকে দেশের রেল যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের বহু কোনায় পৌঁছে গিয়েছে রেল। এর জন্য বেড়েছে সুরক্ষা-সহ অন্যান্য খরচ। রেলের বিবৃতিতে বলা হয়েছে, কর্মীদের জন্য খরচ বেড়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি পেনশনের খরচ বেড়েছে ৬০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের মোট খরচ বেড়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা।

রেল জানিয়েছে, বাড়তে থাকা খরচ সামলাতে মাল পরিবহণে জোর দেওয়ার পাশাপাশি বাড়ানো হচ্ছে যাত্রী পরিবহণের ভাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেলযাত্রীদের জন্য বড় খবর।
  • বাড়তে চলেছে খরচ।
  • নতুন ভাড়ার খরচের তালিকা প্রকাশ।
Advertisement