shono
Advertisement
Mamata Banerjee

'চক্রান্তের শিকার নেতাজি', বলছেন মমতা, গোপন ফাইল প্রকাশ্যে আনতে কেন্দ্রকে চাপ

আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Published By: Tiyasha SarkarPosted: 01:09 PM Jan 23, 2025Updated: 01:40 PM Jan 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আগেই বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেই তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ালেন তিনি। এদিন ফের তিনি দাবি করলেন, নেতাজি চক্রান্তের শিকার। জানালেন, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না, সেই প্রশ্ন তুললেন। 

Advertisement

বৃহস্পতিবার নেতাজির ১২৯ তম জন্মদিন। দেশজুড়ে উদযাপিত হচ্ছে দিনটি। বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বললেন, "নেতাজিই আমাদের শিখিয়েছিলেন সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলতে। সবার কথা ভাবতে।" এরপরই তিনি বলেন, "যিনি সবার কথা ভেবেছেন। সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন। তিনি কোথায় হারিয়ে গেলেন। আর খুঁজেই পেলাম না।" মমতার কথায়, "জন্মদিন জানি। মৃত্যুদিন জানি না। ভাবলেই দুঃখ হয় যে ওনার সঙ্গে কী হয়েছে জানতেই পারলাম না।"

কেন্দ্রের ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদির মুখে একাধিকবার শোনা গিয়েছে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার কথা। কিন্তু তাঁরা ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির দোহাই দিয়ে অধিকাংশ ফাইলই প্রকাশ্যে আনা হয়নি। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সেকথাও। তিনি মনে করিয়ে দিলেন, রাজ্য ৬৪ টি ফাইল প্রকাশ করেছে। কিন্তু কেন্দ্র কেন বাকি ফাইল প্রকাশ্যে আনছে না সেই প্রশ্ন তুললেন। মনে করিয়ে দিলেন, নেতাজিকে শ্রদ্ধা জানাতে রাজ্যের তরফে জয় হিন্দ বাহিনী-সহ কী কী পদক্ষেপ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেতাজির জন্মদিনে আগেই বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেই তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ালেন তিনি। এদিন ফের তিনি দাবি করলেন, নেতাজি চক্রান্তের শিকার।
  • জানালেন, রাজ্যের কাছে থাকা ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে।
Advertisement