shono
Advertisement
Mamata Banerjee

'আমি তো জানতামই না', SIR জল্পনার মাঝে BLO প্রশিক্ষণ নিয়ে জেলাশাসককে তোপ মমতার

'কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায়', BLO-দের আর্জি মমতার।
Published By: Sayani SenPosted: 01:25 PM Jul 28, 2025Updated: 01:39 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তার মাঝে গত সপ্তাহেই বিএলও-দের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তবে সেকথা নাকি জানতেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়নি মুখ্যসচিবকেও। কেন কোনও তথ্য দেওয়া হল না, জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর।

Advertisement

বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে সোমবার প্রশাসনিক বৈঠক করেন মমতা। ওই বৈঠকে জেলাশাসকের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, "ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক সময় দেখছি ডিএমরা অধঃস্তনদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে ১ হাজার লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গেছে। আমি জানতাম না। ডিএমদের উচিত ছিল আমাকে জানানো। সিএসকে জানানো।"

বিএলও-দের উদ্দেশে তাঁর আর্জি, "আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন। আমার অনুরোধ থাকবে যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার। নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করার করবে। যখন ভোটের দিনক্ষণ প্রকাশ হবে, তারপর নির্বাচন কমিশনের দায়িত্ব। তার আগে বা পরে নয়। মনে রাখবেন আপনারা রাজ্য সরকারি কর্মী। কোনও মানুষকে অযথা হেনস্তা করবেন না। দেখবেন যেন মানুষ হেনস্তা না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার। চারদিন গেলেন, সে নেই। হয়তো বেড়াতে গিয়েছে। তা বলে তাঁর নাম বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তাঁর অস্তিত্ব আছে কিনা। চারদিকে যাঁরা বাংলা ভাষায় বলছে তাঁরা হেনস্তার শিকার হচ্ছেন। এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াতে হবে।"

উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৩ সালে বিহারে শেষবার SIR হয়েছিল। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগণা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলও-দের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে পর্যায়ক্রমে অন্য BLO-দেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এটাকে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল। যদিও রাজ্যের শাসকদল বলছে, নির্বাচন কমিশন অন্য রাজ্যে যেভাবে বিজেপির হয়ে কাজ করছে, এ রাজ্যে সেটা সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তার মাঝে গত সপ্তাহেই বিএলও-দের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
  • তবে সেকথা নাকি জানতেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়নি মুখ্যসচিবকেও।
  • কেন কোনও তথ্য দেওয়া হল না, জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর।
Advertisement