shono
Advertisement

প্রয়োজনে নতুন মুখ এনে ঘুরে দাঁড়াতে হবে, নদিয়ার পর্যালোচনা বৈঠকে কড়া মমতা

গোষ্ঠীদ্বন্দ্ব রোধে ফের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ The post প্রয়োজনে নতুন মুখ এনে ঘুরে দাঁড়াতে হবে, নদিয়ার পর্যালোচনা বৈঠকে কড়া মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:13 PM Jun 21, 2019Updated: 09:16 PM Jun 21, 2019

পলাশ পাত্র: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে একেবারে জেলাওয়াড়ি ফলাফল পর্যালোচনায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার তৃণমূল ভবনে ছিল নদিয়া জেলার পর্যালোচনা বৈঠক৷ সেখানেই জেলার নেতাদের প্রত্যেকের কাছে জবাবদিহি চান তৃণমূল সুপ্রিমো৷ কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব,তো কোথাও জনসংযোগের অভাবই উঠে এল হারের কারণ হিসেবে৷

Advertisement

[আরও পড়ুন: অশান্তি থামা দূরঅস্ত, ভাটপাড়ায় মৃতদেহ নিয়ে মিছিল থেকে পুলিশের উপর হামলা]

এবার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে হেরেছে তৃণমূল৷ এই কেন্দ্রেই ভোটের ব্যবধান সবচেয়ে বেশি – ২ লক্ষ ৩৩ হাজারেরও বেশি৷ এই কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর, গয়েশপুর, কল্যাণী, চাকদহ এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে খারাপ ফলাফলের কারণ জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ শান্তিপুরের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা অরিন্দম ভট্টাচার্য এবং অজয় দে’র মধ্যে বিবাদ বহুদিনের৷ এনিয়ে আগেও একাধিকবার  সতর্ক করেছেন দলনেত্রী৷ কিন্তু কাজ হয়নি৷ এদিনও তিনি দু’জনকে দাঁড় করিয়ে কড়াভাষায় কার্যত ভর্ৎসনা করেন৷ নেত্রীর কথায়, ‘দীর্ঘদিন ধরে বলে আসছি, তোমরা গণ্ডগোল মিটিয়ে নাও৷ শুনছো না কেন? কেন হার হল?’ এলাকার বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং পুরপ্রধান অজয় দে, দু’জনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সকলেই জানেন৷ হারের নেপথ্যে তাঁদের বিবাদকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা৷

রানাঘাট উত্তর-পশ্চিম বিধায়ক, নদিয়ার দুই কেন্দ্রে দলের সভাপতি তথা দুঁদে নেতা শংকর সিংকে হারের বিষয়ে মমতা প্রশ্ন করলে তিনি দাঁড়িয়ে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন৷ বলেন, ‘আমরা ঠিকমতো মানুষের কাছে পৌঁছাতে পারিনি৷ পৌঁছে ঝাঁপিয়ে পড়লে এরকম ফলাফল হতো না৷ আমরা কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত হয়ে পড়েছিলাম৷ আমাদের এই আচার-আচরণ মানুষ ভালভাবে নেননি৷ আপনার কাজ আমরা মানুষের কাছে তুলে ধরতে পারিনি৷’ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘তোমরা আয়েশি হয়ে গিয়েছো, মানুষের সঙ্গে যোগাযোগই নেই৷ উন্নয়নের কাজ পৌঁছে দিতে পারোনি৷’

[আরও পড়ুন: জমি হাতিয়ে নিয়েছে মেয়ে, সুবিচারের দাবিতে ব্লক অফিসের সামনে ধরনা বৃদ্ধের]

কৃষ্ণনগরের দায়িত্বে থাকা প্রাক্তন পুরপ্রধান অসীম সাহাকে দলনেত্রী হারের কারণ জিজ্ঞাসা করলে তিনি কোনও জবাব দিতে পারেননি৷ তাঁকে নিরুত্তর থাকতে দেখে মমতা বলেন, ‘এখানে কন্যাশ্রী কলেজ তৈরি করলাম৷ আমি প্রচারে গিয়ে হাঁটলাম৷ আমার যা করার, সব করেছি৷ তোমরা কি কিছুই করোনি? মানুষের সঙ্গে সংযোগই নেই?’

করিমপুর নদিয়া জেলায় হলেও, তা মুর্শিদাবাদ কেন্দ্রের মধ্যে পড়ে৷ সেখানে ১ নং ব্লকের সভাপতির কাছে দলনেত্রী হারের কারণ জানতে চাইলে তিনি স্পষ্টই জানান, ব্লকটির অন্তর্গত করিমপুর ২ নং পঞ্চায়েত সমিতি গঠন হয়নি৷ আর সেটা মানুষের কাছে ভালভাবে পৌঁছায়নি৷ আরেকদিকে, চাকদহ টাউন সভাপতি দীপক চক্রবর্তী এবং বিধায়ক রত্না দে নাগের মধ্যেকার গোষ্ঠীকোন্দলও উঠে এসেছে খারাপ ফলাফলের সমীক্ষায়৷ তাঁদেরও সমস্যা মিটিয়ে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ চাপড়া,কালীগঞ্জ,পলাশিপাড়া,নবদ্বীপ – এইসব কেন্দ্রে ভাল ফল হওয়ায় সেখানকার দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post প্রয়োজনে নতুন মুখ এনে ঘুরে দাঁড়াতে হবে, নদিয়ার পর্যালোচনা বৈঠকে কড়া মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement