shono
Advertisement

Breaking News

মদ্যপান নিয়ে অশান্তি, শিলিগুড়িতে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন যুবকের

অভিযুক্তকে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের৷ The post মদ্যপান নিয়ে অশান্তি, শিলিগুড়িতে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:22 PM Dec 25, 2018Updated: 05:22 PM Dec 25, 2018

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: দাম্পত্য জীবন সুখের ছিল না৷ পারিবারিক অশান্তির কারণে শেষ পর্যন্ত ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন করে দিল এক যুবক৷ বড়দিনের সকালে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷ ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

Advertisement

বড়দিনে যখন রাজ্যজুড়ে উৎসবের আমেজ, তখন মর্মান্তিক ঘটনা ঘটে গেল শিলিগুড়ির জাবরাভিটা এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, মদে আসক্তি ছিল স্থানীয় যুবক সুমন দাসের৷ স্ত্রী শম্পার সঙ্গে নেশা করা নিয়ে রোজই অশান্তি হত তার৷ মঙ্গলবারও যথারীতি মদ্যপান করেছিল সুমন৷ সাতসকালে ফের স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়৷ অশান্তি চলাকালীন আচমকাই ছুরি নিয়ে শম্পার উপর ঝাঁপিয়ে পড়ে সুমন৷ ওই গৃহবধূর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মহকুমা হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ মারা যান শম্পা দাস৷ এদিকে এই ঘটনার পর অভিযুক্ত সুমন দাসকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা৷ শুরু হয় গণধোলাই৷ শেষপর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এমন মর্মান্তিক ঘটনার পরও বিন্দুমাত্র অনুতপ্ত নয় সুমন৷ ওই যুবকের দাবি, মাস ছয়েক আগে স্ত্রী শম্পার জন্য নাকি তার বাবা মারা গিয়েছেন! তাই শম্পাকেও পৃথিবী থেকে সরিয়ে দিল সে৷

[ইটভাটায় দেওয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, উত্তেজনা নদিয়ার পানিহাটিতে]

The post মদ্যপান নিয়ে অশান্তি, শিলিগুড়িতে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement