shono
Advertisement
Murshidabad

পদবি ভুল, SIR-এর খসড়া তালিকায় নাম বাদের আশঙ্কায় 'আত্মঘাতী' বৃদ্ধ

মুর্শিদাবাদ জেলায় এনিয়ে মোট ৭ জনের মৃত্যু হল এসআইআর আতঙ্কে।
Published By: Sucheta SenguptaPosted: 02:46 PM Dec 15, 2025Updated: 03:04 PM Dec 15, 2025

কল্যাণ চন্দ্র, বহরমপুর: বঙ্গে এসআইআরের কাজ প্রায় শেষ। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তার ৪৮ ঘণ্টা আগেই আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধের। মুর্শিদাবাদের সাহাজাদপুর গ্রামের বাসিন্দা বছর পঁচাত্তরের জালালউদ্দিন শেখের পরিবারের অভিযোগ, এসআইআরে নাম বাদের আশঙ্কায় তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুর্শিদাবাদ জেলায় এনিয়ে মোট ৭ জনের মৃত্যু হল এসআইআর আতঙ্কে।

Advertisement

সাহাজাদপুর গ্রামের বাসিন্দা বছর পঁচাত্তরের জালালউদ্দিন শেখ। ভোটার তালিকায় নিজের পদবি ভুল থাকার কারণে আতঙ্কে ছিলেন তিনি। এনিয়ে পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখের কাছে কয়েকবার গিয়েছিলেন জালালউদ্দিন। কিন্তু কোনও নিশ্চয়তা পাননি। পরিবারের দাবি, এরপর থেকে ভয় বাড়তে থাকে তাঁর। গত শনিবার চাষ করতে মাঠে যান। সেসময় কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। কোনওক্রমে বাড়ি ফিরে সদস্যদের সবটা খুলে বলেন জালালউদ্দিন। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

এসআইআরের প্রাথমিক ধাপ শেষে মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ খসড়া ভোটার তালিক প্রকাশ করবে নির্বাচন কমিশন। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি কমিশনের তরফে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে কোথাও যাতে কোনও সমস্যা না হয়, তাও ঝালিয়ে নিচ্ছেন আধিকারিকরা। খসড়া তালিকা প্রকাশের পর অর্থাৎ ১২টার পর থেকে  সাধারণ মানুষ তা অনলাইন এবং অফলাইনে নিজেদের নাম দেখতে পাবেন। কাদের নাম বাদ পড়তে পারে, তার আগাম ইঙ্গিতও দেওয়া হয়েছে। নাম বাদ গেলে চিন্তা নয়, শুনানিতে নথিপত্র দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম তুলে দেওয়া  হবে। কিন্তু তার আগে স্রেফ আতঙ্কে মানুষের মৃত্যুর মতো চরম পরিণতি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুল পদবি, এসআইআরে নাম বাদ পড়ার আশঙ্কা।
  • বহরমপুরে বিষ খেয়ে বৃদ্ধের 'আত্মহত্যা'।
  • পরিবারের অভিযোগ, নাম বাদের আশঙ্কাতেই আত্মঘাতী হয়েছেন তিনি।
Advertisement