সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে পুলিশকে চরম হুঁশিয়ারি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। পুলিশের হাত, পা খোঁড়া করে দেওয়ার হুমকি দিলেন তিনি। বিজেপি পরিবর্তন যাত্রার সভা থেকে এমন হুঙ্কার দেন বিজেপি বিধায়ক। একজন জনপ্রতিনিধি কীভাবে এমন উসকানিমূলক মন্তব্য করতে পারেন, তা নিয়ে নানা মহলে উঠেছে সমালোচনার ঝড়।
ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "ছাব্বিশে আমরাই আসব। তৃণমূলের কোনও দাদা থাকবে না চুরি করতে। এবার ঐতিহাসিক নির্বাচন হবে। ভোটে কোনও আধিকারিক থাকবেন না। পুলিশের হাত-পা ভেঙে খোঁড়া করে দিতে হবে।" এই মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে জোর শোরগোল। নিন্দায় সরব ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, "পুলিশকে এত দুর্বল ভাবছেন কেন? উনি মারতে গেলে পুলিশ চুপচাপ বসে দেখবে? আর ওঁর দিকে রসগোল্লা ছুড়ে দেবে? আগের ভোটে তালেগোলে ঘাটালটা আপনি শাঁখ ফুঁকে দিয়েছিলেন। ছাব্বিশের নির্বাচনে এবার হাত, পা শীতল হয়ে শীতলবাবু শীতলতম হয়ে যাবেন।"
অবশ্য এই প্রথম নয়। দিনকয়েক আগে বিজেপির পরিবর্তন সভা থেকে পুলিশ পেটানোর নিদান দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেই পথসভা থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্বপন মজুমদার বলেন, "পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে, সাধারণ গরিব মানুষের উপরে চড়াও হবে আপনারা জোটবদ্ধ হন। চ্যালাকাঠ ধরে পেটাবেন।" তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারির সুরে বলেন, "তৃণমূলের যে গুন্ডাগুলি ভাবছো পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাঁচাতে পারবে না। আগামী দিনে বদল হবে। আর যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছ তাদের বদলা হবে।" সুতরাং ভোট যত আসছে, ততই যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুলিশকে 'টার্গেট' করতে শুরু করছেন, তা একের পর এক বাক্যবাণেই স্পষ্ট।
