সম্যক খান, মেদিনীপুর: মেদিনীপুর কলেজের গার্লস হস্টেলের বাথরুম থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। মৃত ব্যক্তি ওই হস্টেলে রাধুঁনীর সহায়কের কাজ করতেন। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশা। তবে তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম সরেন। বয়স ৫৬ বছর। তিনি মেদিনীপুরের হাঁসপুকুরের বাসিন্দা। প্রতিদিন দুবেলা রান্নার পর তিনি বাড়ি চলে যেতেন। এদিনও কাজে আসেন। কাজও করেন। দুপুরের রান্না শেষের পর তিনি কখন বাথরুমে যান তা কেউ খেয়াল করেননি। বেলা দুটো নাগাদ অপর এক স্টাফ বাথরুমে ক্ষুদিরামের ঝুলন্ত দেহ দেখতে পান।
ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে হস্টেল সুপার ডঃ মুনমুন মাইতিকে ঘটনাটি জানান। কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালি থানায় জানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সত্যরঞ্জন ঘোষ বলেন, "খুবই নম্র, ভদ্র স্বভাবের মানুষ। প্রতিদিন কাজ শেষের পর বাড়তে ফিরে যেতেন। কেন এই ঘটনা বুঝতে পারছি না।" ঘটনার পর আতঙ্কে রয়েছেন ছাত্রীরা।