shono
Advertisement
DYFI

'রাঙামাটির দেশে' উড়ছে লাল নিশান! বাঁকুড়ায় DYFI সদস্য সংখ্যাবৃদ্ধিতে রেকর্ড

পরিসংখ্যান বলছে, গত তিন বছরে সিপিএমের যুব সংগঠনে বেড়েছে ১২ হাজার সদস্য।
Published By: Sucheta SenguptaPosted: 06:12 PM Mar 25, 2025Updated: 06:15 PM Mar 25, 2025

টিটুন মল্লিক, বাঁকুড়া: তৃণমূল ও বিজেপির প্রবল দ্বৈরথের আবহে ভোটবাক্সে রক্তক্ষরণ থামেনি সিপিএমের। পালাবদলের পর থেকেই রাজ্যজুড়ে সিপিএমের হোলটাইমারের সংখ্যা কমছিল। কিন্তু বাঁকুড়ায় সিপিএমের যুব সংগঠনের লোকাল কমিটি সম্মেলনের পর কিছুটা স্বস্তি পাবে ডিওয়াইএফআই। তার কারণ, গত ২০২৪ সালের তুলনায় বাঁকুড়ার সিপিএমের যুব সংগঠনের সদস্য সংখ্যা বেড়েছে। শুধু তাই নয়, গত তিন বছর ধরেই ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা ঊর্ধ্বমুখী।

Advertisement

সদস্যপদ গ্রহণ ও নবীকরণের পর্ব শেষে ডিওয়াইএফআইয়ের তথ্য বলছে, ২০২৩ সালে বাঁকুড়ায় তাঁদের সদস্য সংখ্যা ছিল ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৪০ হাজার ৩২৪। ওই এক বছরে বাঁকুড়া জেলায় ১২,০০০ সদস্য বেড়েছে জেলা সিপিএমের যুব সংগঠনের। সেই কারণে বাঁকুড়ার রায়পুর, ওন্দা, সোনামুখী লোকাল কমিটি দুই ভাগে ভাগ করতে চলেছে বাম যুব সংগঠন। অন্তত এমনই জানালেন বাঁকুড়া জেলা যুব সংগঠনের জেলা সভাপতি প্রদীপ পাণ্ডা। প্রদীপবাবুর কথায়, "মেরুকরণের বাজারে এই ঘটনা 'ইতিবাচক' লক্ষণ। বিশেষত, তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করে এমন একটি সংগঠনে সদস্যপদের সাড়া মেলার ইঙ্গিত আমাদের উৎসাহ বাড়িয়েছে।" বাঁকুড়ায় সিপিএমের যুব সংগঠনের লোকাল কমিটির সম্মেলন শুরু হয়েছে গত ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যেই এ জেলার জয়পুর দক্ষিণ আর একদা মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলের রানিবাঁধ লোকাল কমিটির সম্মেলন হয়ে গিয়েছে। এই দুই লোকাল কমিটিতে ইতিমধ্যেই একাধিক নতুন মুখকে সদস্য হিসেবে আনা হয়েছে।

জানা গিয়েছে, বর্তমানে বাঁকুড়ায় সিপিএমের যুব সংগঠনের লোকাল কমিটির মোট সংখ্যা ২৮। চলতি বছর আরও বেশ কয়েকটি নতুন লোকাল কমিটি তৈরি হবে। দলের নিয়ম অনুসারে প্রতি চার হাজার সদস্য পিছু ১৫ জনের একটি লোকাল কমিটি গঠিত হবে। সর্বোচ্চ ২১ জনের বেশি সদস্য নিয়ে লোকাল কমিটি গড়তে পারে ডিওয়াইএফআই। রায়পুর, ওন্দা ও সোনামুখীর লোকাল কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই এই লোকাল কমিটিগুলি ভেঙে দিতে চাইছে সিপিএমের যুব ফ্রন্ট।

এই প্রসঙ্গে বাঁকুড়ায় সিপিএমের জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম বলেন, "কেন্দ্র ও রাজ্যে দুই সরকার সম্পর্কেই তরুণ প্রজন্মের 'মোহভঙ্গ' হচ্ছে। এই দুই সরকার যুব সমাজকে নানান প্রতিশ্রুতি দিয়েও কাজের কাজ কিছুই করেনি। দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মানুষের জীবনের দৈনন্দিন সমস্যা, রুটি-রুজির লড়াই নিয়ে ময়দানে রয়েছে কেবল বামপন্থীরাই। যুব ফ্রন্টে সদস্যবৃদ্ধি তারই প্রতিফলন।" জানা গিয়েছে, আগামী ১২ এপ্রিল তালডাংরা লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'রাঙামাটির দেশ' বাঁকুড়ায় বাড়ছে সিপিএম যুব সদস্যদের সংখ্যা।
  • তিন বছরে বেড়েছে প্রায় ১২ হাজার সদস্য।
Advertisement